নয়াদিল্লি : উদ্বেগ বাড়াছে দেশের করোনা-গ্রাফ। বাড়ছে দৈনিক সংক্রমণ।একদিনে বাড়ল মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮১৫। 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৪ হাজার ৩৯৪। এর পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের (Active Corona Cases) সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮। 


রাজ্যেও বাড়ছে করোনা


শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত (Corona) এবার ৩ হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৮৮৯জন সংক্রমিত। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রন্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় (Kolkata) একদিনে করোনায় ৮৩৪জন আক্রান্ত । উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) একদিনে করোনায় ৮১৯জন আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন- জ্বর নিয়ে আসা ৭০ শতাংশ শিশুর Rapid টেস্ট করালেই করোনা পজিটিভ : ডা. অপূর্ব ঘোষ


নির্দেশিকা কেন্দ্রের


দেশজুড়ে (India) ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। সেই আবহে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। রাজ্যগুলিকেও সতর্ক করেছে কেন্দ্র। সেই মর্মে একটি নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও করোনা পরীক্ষা এবং নমুনা টেস্ট নিয়ে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)। 


কী কী জানান হয়েছে? 



  • বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের ২ শতাংশের আরটি-পিসিআর

  • রিপোর্ট পজিটিভ হলে নমুনা পাঠাতে হবে জিন পরীক্ষার জন্য

  • সংক্রমিত ব্যক্তিদের আইসোলেশনের পরামর্শ, করাতে হবে প্রয়োজনীয় চিকিৎসা

  • প্রত্যেক মাসে রাজ্যগুলিকে নিয়মিত সমীক্ষা চালিয়ে যেতে হবে

  • সংক্রমণের হার বুঝতে করতে হবে নিয়মিত সমীক্ষা

  • ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের ৫ শতাংশর আরটি-পিসিআর টেস্ট বাধত্যামূলক

  • নিকাশি নালার জল পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি যাচাই করতে হবে

  • যাবতীয় তথ্য নিয়মিত স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে