নয়াদিল্লি: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৪২। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ১৩ হাজার ৯০৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭। যা গত ১৯৯ দিনে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন। 


আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যালের ক্যাথ ল্যাব, দুর্ভোগ রোগীদের


এদিকে শনিবার একলাফে অনেকটাই বেড়েছে রাজ্যের করোনা সংক্রমিতের সংখ্যা। শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০৮ জন। গতকালের বুলেটিন বলছে, নতুন করে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬১ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৭০,৫৩৯ জন। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে  ২ অক্টোবরে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭,৫৮০। যা শুক্রবারের তুলনায় যা ৯ জন বেশি।


সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন, গতকাল মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৮১৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৪৩ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৪৪,১৪৪ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে আজও শীর্ষে কলকাতা, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১৪৯ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২৪ জন। একদিন করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন।


আরও পড়ুন: Howrah Flood: বানভাসি উদয়নারায়ণপুর, জলে পড়ে মৃত্যু শিশুর