রামবন (জম্মু ও কাশ্মীর) : জম্মুতে (Jammu) নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে নিহতদের পরিবারকে ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা। প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেবে নির্মাণকারী সংস্থা। রবিবার একথা জানান রামবনের ডেপুটি কমিশনার মুসারত ইসলাম। এছাড়া ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যপাল মনোজ সিনহা।
সংবাদ সংস্থা এএনআই-কে রামবনের ডেপুটি কমিশনার বলেন, "রাজ্যপাল মনোজ সিনহার নির্দেশ অনুযায়ী, সুড়ঙ্গ ধসে নিহতদের প্রতিটি পরিবারকে ১৫ লক্ষ টাকা করে এবং রাজ্যপালের তরফে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।"
গত বৃহস্পতিবার রাতে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গ (Under-Construction Tunnel) ভেঙে বিপত্তি বাধে। পুলিশ সূত্রে জানা যায়, ধ্বংসস্তূপের নীচে অন্তত ১০ জন শ্রমিকের আটকে রয়েছে। জম্মুর (Jammu) রামবানে জম্মু শ্রীনগর জাতীয় সড়কের কাছে ওই সুড়ঙ্গ তৈরি হচ্ছে। সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আচমকাই সেটির একাংশ ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যায়, রামবন জেলার রামসুর কাছে মাকগেরকোটে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ৩০-৪০ মিটার দূরত্বের একটা অংশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এর পরই ভারতীয় সেনা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজে নামে। চার জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। বানিহাল থেকে একাধিক অ্যাম্বুলেন্স পাটানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হওয়া রামবনের ডেপুটি কমিশনার জানান, একাধিক মেশিন, গাড়ি, বুলডোজার ও ট্রাক- যেগুলি সুড়ঙ্গের সামনে রাখা ছিল, সেগুলির ক্ষতি হয়েছে।
আরও পড়ুন ; জম্মুর রামবন সুড়ঙ্গে উদ্ধার কাজ শেষ, আটকে থাকা ৯ জন শ্রমিকেরই মৃত্যু
তিনি আরও জানান, ১০টি মৃতদেহই উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিবারকে জানানো হয়েছে। ১০টির মধ্যে ৫টি মৃতদেহই পশ্চিমবঙ্গের। অপারেশন শেষ হয়ে গেছে। দেহগুলি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যে সুড়ঙ্গটি ভেঙে পড়ে সেটি চার লেনের তৈরি হচ্ছে।