বেঙ্গালুরু: দাউদাউ জ্বলছে আগুন। লেলিহান শিখা উঠছে একটি ব্যাঙ্ক থেকে। ভয়াবহ সে আগুন। ঘটনাটি ঘটে  রবিবার, কর্ণাটকের ( Karnataka) হাভেরি জেলায় ।


ব্যাঙ্কে আগুন লেগে যাওয়ার পিছনে কারণটি আরও ভয়ঙ্কর।  এক ব্যক্তি ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ,  লোকটি ওই ব্যাঙ্কে ঋণের জন্য় আবেদন করেছিল। তা  ব্যাঙ্ক কোনও কারণে প্রত্যাখ্যান করে।  ঋণ না পেয়েই রাগে ব্যাঙ্ক-ভবনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।  কাগিনেল্লি থানায় লোকটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


জানা গিয়েছে, অভিযুক্ত রাট্টিহাল্লি শহরের বাসিন্দা । নাম, ওয়াসিম হাজারতসাব মুল্লা (Wasim Hazaratsab Mulla)।  পুলিশ রিপোর্ট অনুসারে, অভিযুক্ত কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় গিয়ে একটি ঋণ পাওয়ার জন্য একটি আবেদনপত্ত জমা দিয়েছিল। জানা গিয়েছে, CIBIL স্কোর কম থাকায় ব্যাঙ্ক পরে তার আবেদন প্রত্যাখ্যান করে ।  নথি যাচাইয়ের পরে ঋণ দিতে অস্বীকার করে। তার জেরেই এই ঘটনা। 

আরও পড়ুন :


উত্তরপ্রদেশে পদ্মের পাল্লা ভারী নাকি এগিয়ে থাকবে হাত-হাতি-সাইকেল? C Voter কী বলছে?






 


ঋণের আবেদন প্রত্যাখ্যান করার জন্য ব্যাঙ্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে প্রথমে একটি জানলা ভেঙে দেয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত ব্যাঙ্কের অফিসে আগুন দেওয়ার আগে পেট্রোল ছিটিয়ে দেয়।  ধোঁয়া দেখতে পেয়ে এক পথচারী পুলিশকে ঘটনাটি জানায়।


পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে কম্পিউটার, ফ্যান, লাইট, পাসবুক প্রিন্টার, ক্যাশ কাউন্টিং মেশিন, নথিপত্র, সিসিটিভি এবং ক্যাশ কাউন্টার সহ ১২ লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং  Kaginelli police station থানায় ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ধারা ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।