মুম্বই: ৮ দিন পরেও মহারাষ্ট্রে মহানাটক। এবার আসরে নামল বিজেপি (BJP)। রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের (Maharashtra) বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ। রাজ্যপালের কাছে বিধানসভায় আস্থা ভোটের দাবি জানিয়েছে বিজেপি। রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবিও জানিয়েছে বিজেপি। আবেদন করা হয়েছে, উদ্ধব ঠাকরের সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক।


বিজেপির দাবি:
মহারাষ্ট্রের বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবীশের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। শিবসেনারই ৩৯ জন বিধায়ক শিবসেনার সঙ্গে নেই বলে দাবি। এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরছে যে মহারাষ্ট্রে আস্থা ভোট কবে হবে?তাহলে কি শিবসেনার বিদ্রোহীদের হাত ধরে বিজেপির মহারাষ্ট্রে ক্ষমতা দখল করা এখন শুধুই সময়ের অপেক্ষা? ঘটনাক্রম নিয়ে অবশ্য আগে থেকেই মিলছিল আঁচ। মঙ্গলবারই দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীস। তারপরে অমিত শাহের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস। সূত্রের খবর, সেখানেই সরকার গঠনের ফর্মুলা নিয়ে বিশদে আলোচনা হয়। এমনকী এও ঠিক হয়ে যায়, যে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ ২৮ জন বিজেপির মন্ত্রী থাকবেন। এরপর রাতেই দিল্লি (Delhi) থেকে মুম্বইয়ে (Mumbai) ফিরে, দেবেন্দ্র ফড়নবীস চলে যান রাজভবনে। সূত্রের খবর, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়িকে তিনি বলেন, উদ্ধব ঠাকরে সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। শিবসেনার বেশিরভাগ বিধায়ক সরকার থেকে সমর্থন তুলে নিয়েছেন। তাই বিধানসভায় আস্থা ভোট করানো হোক। দেবেন্দ্র ফড়ণবীস বলেন, 'শিবসেনার ৩৯ জন বিধায়ক সরকারের সঙ্গে নেই। সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে। ফ্লোর টেস্ট করা হোক।'


টানা চলছে টানাপড়েন:
গত আটদিন ধরে মহারাষ্ট্রের এই রাজনৈতিক টানাপোড়েন চলছে। বিধান পরিষদের ভোটের পর, গত সপ্তাহের সোমবার রাতে একনাথ শিণ্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়করা মহারাষ্ট্র ছেড়ে বিজেপি শাসিত গুজরাতের সুরাতে চলে যান। তারপর সেখান থেকে তাঁরা যান আরেক বিজেপি শাসিত রাজ্য অসমের গুয়াহাটিতে। গত বুধবার থেকে সেখানেই পাঁচতারা হোটেলে ঘাঁটি গেড়ে রয়েছেন বিদ্রোহী বিধায়করা। আটদিন পর মঙ্গলবারই প্রথম প্রকাশ্যে আসেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডে। 

আরও পড়ুন: রাজস্থানে ভয়ঙ্কর হত্যা, গোটা রাজ্যে বন্ধ ইন্টারনেট