মুম্বই : মহারাষ্ট্র (Maharashtra) রাজনীতিতে নয়া মোড়। 'বিদ্রোহী' একনাথ শিন্ডের শিবিরে নয়, তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেই। স্পষ্ট জানিয়ে দিলেন শিবসেনা বিধায়ক (Shiv Sena MLA) নীতিন দেশমুখ। শুধু তা-ই নয়, তাঁকে "অপহরণ " করে গুজরাতের সুরাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তিনি পালিয়ে এসেছেন বলে দাবি করেছেন নীতিন।
তিনি বলেন, আমি ওখান থেকে বেরিয়ে ভোর ৩টে নাগাদ রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। রাস্তা দিয়ে কেউ গেলে তাঁর গাড়িতে উঠে পড়ার ভাবনা নিয়ে। সেই সময় শতাধিক পুলিশকর্মী এসে আমাকে হাসপাতালে তুলে নিয়ে যান। ওঁরা এমন ভান করতে থাকেন, যেন আমার হার্ট আ্যাটাক হয়েছে। এমনকী শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষাও শুরু করে দেন। যদিও আমার কোনও শারীরিক জটিলতা দেখা যায়নি। জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া আমি উদ্ধব ঠকরের সঙ্গে রয়েছি।
আরও পড়ুন ; "অপহরণ করা হয়েছিল, উদ্ধব ঠাকরে সঙ্গেই আছি", দাবি সুরাত-ফেরত শিবসেনা বিধায়কের
মহারাষ্ট্রে জোরাল হচ্ছে রাজনৈতিক সঙ্কট-
মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাতে আশ্রয় নিয়েছিলেন একনাথ শিন্ডে। রাতারাতি তাঁদের আবার আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে নিয়ে যাওয়া হল। সকালেই গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা। সকালেই গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা। ইতিমধ্যে আরও ২ শিবসেনা বিধায়ক রওনা দিয়েছেন গুয়াহাটির উদ্দেশ্যে।
এই পরিস্থিতিতে আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। মহারাষ্ট্রে বিধানসভা ভাঙার ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় রাউত। ট্যুইটারে তিনি লেখেন, ‘মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার পথে এগোচ্ছে।’
এদিকে আজ দুপুরে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। বিকেল ৫টায় শিবসেনা সাংসদ-বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক উদ্ধবের। এনসিপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন শরদ পাওয়ার। এখন কোন দিকে যায় এই বৈঠকের ফলাফল সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।