সংস্থার বিভিন্ন মেডিক্যাল এক্সিকিউটিভ পদে লোক নিচ্ছে Eastern Coal Limited (ECL)। উপযুক্ত যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময়ে মধ্যে আবেদন করতে হবে প্রার্থীকে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। নোটিফিকেশন জারি হয়েছে আগেই। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের শেষ তারিখ।৭৫ জন মেডিক্যাল এক্সিকিউটিভ নেবে Eastern Coal Limited (ECL)। গত ৪ এপ্রিল নোটিফিকেশন জারি করেছে কোম্পানি।


 




কোন কোন পদে চাকরি

সিনিয়র মেডিক্যাল (স্পেশ্যালিস্ট) ও মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে যথাক্রমে ২২ জনকে নিয়োগ করা হবে।সিনিয়র মেডিক্যাল অফিসার পদে ৫১ জনকে নিয়োগ করবে সংস্থা।সিনিয়র মেডিক্যাল অফিসার (ডেন্টাল) পদে ২ জনকে নিয়োগ করা হবে ।




শিক্ষাগত যোগ্যতা

সিন্য়ির মেডিক্যাল স্পেশ্যালিস্ট ও মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যে কলেজ থেকে আবেদনকারী পাশ করেছেন সেই কলেজের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র স্বীকৃতি থাকতে হবে।অন্যান্য স্পেশ্যালিস্টদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।

সিনিয়র মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে কোনও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।একইভাবে সিনিয়র মেডিক্যাল অফিসার ডেন্টাল-এর ক্ষেত্রে বিডিএস পাশ হতে হবে প্রার্থীকে। এছাড়াও কোনও হাসপাতাল বা ক্লিনিক থেকে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক।




Eastern Coal Limited (ECL)-এর বেতন কাঠামো

সিন্য়ির মেডিক্যাল স্পেশ্যালিস্ট ও মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে (৭০,০০০-২,০০,০০০) টাকা বেতন দেওয়া হবে।পাশাপাশি সিনিয়র মেডিক্যাল অফিসার ও সিনিয়র মেডিক্যাল অফিসার ডেন্টাল পদে চাকরির জন্য ৬০ থেকে ১,৮০,০০০ টাকা বেতন দেবে সংস্থা।




কীভাবে আবেদন করতে হবে Eastern Coal Limited (ECL)-এ

প্রথমে easterncoalgov.in-এ গিয়ে পদের বিষয়ে বিস্তারিত জানতে হবে। পরে অফলাইনে করতে হবে আবেদন। নির্দিষ্ট স্থানে স্পিড পোস্টে আবেদনকারীর যোগ্যতার সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। ৩০ এপ্রিল বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট স্থানে পৌঁছতে হবে সেই আবেদনপত্র। ডকুমেন্টসের সঙ্গে থাকত হবে আবেদনকারীর ২ কপি অ্যাটাসটেড ছবি।


 


 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI