নয়াদিল্লি: 'মোদি সরকার কর্মসংস্থানের পক্ষে বিপজ্জনক।' শুক্রবার ট্যুইট করে ফের এভাবেই আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এ দিন ট্যুইটে তিনি লিখেছেন, মোদি সরকার ‘মিত্র নয়’ এরকম কারুর ক্ষেত্রে ব্যবসা বা কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস দেয় না। উপরন্তু যার চাকরি আছে তার কাছ থেকেও কাজ ছিনিয়ে নিতে চায়। দেশবাসীর জন্য শুধু আত্মনির্ভরতার ভড়ং অপেক্ষা করে আছে।'
CMIE -র পক্ষ থেকে সম্প্রতি এক সমীক্ষায় জানানো হয়, গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে ২ কোটিরও বেশি বেতনভুক ভারতীয় কাজ হারিয়েছেন। সমীক্ষার যে তথ্য খবর আকারে প্রকাশিত হয় এবিপি লাইভের বিভিন্ন প্ল্যাটফর্মে। হিন্দি মাধ্যমে প্রকাশিত বেকারত্ব শীর্ষক যে খবরের স্ক্রিনশট নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ কার্যত তোপ দেগেছেন মোদি সরকারের বিরুদ্ধে।
(আরও পড়ুন- CMIE Report: এপ্রিল থেকে অগাস্টের মধ্যে কাজ হারিয়েছেন ২ কোটিরও বেশি বেতনভুক ভারতীয়)
উল্লেখ্য, কিছুদিন আগে কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল, রাহুল গাঁধী সহ দলের বেশ কয়েকজনের নেতার অ্যাকাউন্ট লক করে দিয়েছিল। যুক্তি হিসেবে মাইক্রো-ব্লগিং তথা সোশ্যাল সাইটের তরফে বলা হয়, ওই অ্যাকাউন্টগুলিতে এমন একটি পোস্ট করা হয়েছে, যা প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘন করেছে। ব্যক্তির গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার্থেই ব্লক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কিছুদিন আগে, দিল্লিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। যার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছিলেন রাহুল। কিন্তু, নির্যাতিতার মা-বাবার ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্টও করেন কংগ্রেস সাংসদ। তার জেরেই ব্যবস্থা নিয়ে ট্যুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে সাসপেন্ড করে দেয় রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট।
আরও পড়ুন-'মোদির-মিত্র না হলে ব্যবসায় বাড়বাড়ন্ত হবে না', ট্যুইট-খোঁচা রাহুলের
'৭০ বছর ধরে তৈরি করা সম্পত্তি ২-৩ জনকে বিক্রি করছে মোদি সরকার', গেরুয়া শিবিরকে নিশানা রাহুল গাঁধীর
মলপ্পুরমে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজ রাহুল গাঁধীর