নয়াদিল্লি: নূপুর শর্মার বক্তব্য নিয়ে বারবার অস্বস্তির মুখে পড়েছে ভারত। দেশের মধ্যে ধ্বংসাত্মক বিক্ষোভ-আন্দোলন তো চলেছেই। পাশাপাশি জঙ্গি হামলার হুমকিও মিলেছে। কদিন আগেই আল কায়দার তরফে ভারতের বিভিন্ন শহরে হামলা করার হুমকি দেওয়া হয়েছিল। এবার ইসলামিক স্টেট ভারতে জঙ্গি হামলা চালানোর হুঁশিয়ারি দিল। ভারতজুড়ে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে ওই জঙ্গি গোষ্ঠীর তরফে। 


কারা হুমকি দিয়েছে:
ইসলামিক স্টেট খোরাসান (Islamic State Khorasan)-আইএস-এর এই শাখাটি ভারতীয় উপমহাদেশে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্যই তৈরি। তাদের তরফে একটি খবরের শাখা খোলা হয়েছে। তার তরফেই টুইটারে ভারতকে নিশানা করে হুমকি দেওয়া হয়েছে। সেখানে নূপুর শর্মার বক্তব্য তুলে ধরে যেমন নিশানা করা হয়েছে। তেমনই ভারতে সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে  বলেও অভিযোগ করা হয়েছে। সেখানেই একটি বার্তার মাধ্যমে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগেও ইসলামিক স্টেট খোরাসানের তরফে একটি বার্তা প্রকাশ করে ভারতকে হুমকি দিয়েছিল।


আল কায়দারও একই হুমকি:
গত সপ্তাহেও আল কায়দার তরফে ভারতের বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ (Suicide Bomb Attack) করারও হুমকি দেওয়া হয়েছিল।


সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। ওই ঘটনায় আরব দুনিয়ার একাধিক দেশ ভারত সরকারের কাছে প্রবল ক্ষোভপ্রকাশ করে। ওই ঘটনার সঙ্গে সঙ্গে নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি। পরে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। যদিও তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বিক্ষোভ দেখানো হয়। বাংলাতেও হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভালরকম প্রভাব পড়েছিল। অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ--সবরকম ঘটনাই দেখা গিয়েছে বাংলায়। ওই ঘটনায় একাধিক গ্রেফতারও হয়েছে। দেশজুড়ে সমস্যার পাশাপাশি এবার আবার জঙ্গিহামলার হুমকি।   


আরও পড়ুন: সেনার চাকরি চুক্তিনির্ভর কেন! ভাঙচুর, ইটবৃষ্টি, অগ্নিসংযোগ, 'অগ্নিপথ' নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি