নয়াদিল্লি: 'ভারতীয় সেনা তাঁদের সাহসিকতা এবং পেশাদারিত্বর জন্যই পরিচিত। জাতীয় নিরাপত্তার জন্য তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা শব্দ দিয়ে ব্যাখ্যা সম্ভব নয়।' ১৫ জানুয়ারি, (Army Day 2022) ভারতীয় সেনাদের উদ্দেশে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। প্রতি বছর এই দিনটি পালিত হয় ভারতীয় সেনা দিবস হিসাবে। এদিন ফের একবার সেনাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করালেন খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi)। এ দিন তিনি আরও বলেন, শান্তিরক্ষার বিষয়ে সেনাবাহিনীর দুর্দান্ত অবদানের জন্য ভারত গর্বিত।
এদিন শুভেচ্ছাবার্তা জানিয়ে তিনি লিখেছেন, 'সেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা, বিশেষ করে আমাদের সাহসী সৈনিক, সম্মানিত প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে শ্রদ্ধা। ভারতীয় সেনাবাহিনী তার সাহসিকতা এবং পেশাদারিত্বের জন্য পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর অমূল্য অবদান কোনও শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও লিখেছেন, 'ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা প্রতিকূল জায়গায় কাজ করে এবং প্রাকৃতিক দুর্যোগ-সহ মানবিক সংকটের সময়েও সহ নাগরিকদের সাহায্য করার জন্য এগিয়ে থাকে। এমনকী বিদেশেও শান্তিরক্ষা অভিযানে সেনাবাহিনীর দুর্দান্ত অবদানের জন্য ভারত গর্বিত।