Parliament Monsoon Session LIVE: সাড়ে তিনটে পর্যন্ত মুলতুবি লোকসভা, ৩টে পর্যন্ত রাজ্যসভা

Monsoon Session LIVE আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, চলবে ১৩ অগাস্ট পর্যন্ত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 19 Jul 2021 02:39 PM
Monsoon Session LIVE  বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

কৃষকের সন্তান মন্ত্রিসভায় জায়গা পেয়েছে। আজ সংসদে সেই মন্ত্রীর পরিচয় করানো হচ্ছে। আর তখন কিছু মানুষ তার বিরোধিতা করছেন। মহিলা মন্ত্রী, তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসী সম্প্রদায় থেকে মন্ত্রীদের কিছু মানুষ বিরোধিতা করছেন। বিরোধীদের এভাবেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Monsoon Session 2021 সাড়ে তিনটে পর্যন্ত মুলতুবি লোকসভা, ৩টে পর্যন্ত রাজ্যসভা

বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হই-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হল উভয় কক্ষই। সাড়ে তিনটে পর্যন্ত মুলতুবি লোকসভা, ৩টে পর্যন্ত রাজ্যসভা।

Monsoon Session LIVE  নিরাপত্তার ঘেরাটোপে সংসদ ভবন

সংসদ ভবনের সামনে বহুস্তরীয় নিরাপত্তার বেষ্টনী। চালকবিহীন ড্রোনের কথা মাথায় রেখে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। চত্বরে রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, জারি করা হয়েছে ১৪৪ ধারা। 

Monsoon Session 2021 রাজ্যসভায় বিরোধী হই-হট্টগোলের মধ্যেই নতুন মন্ত্রীদের পরিচয় করালেন মোদি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মুখদের পরিচয় রাজ্যসভায় করিয়ে দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় বিরোধীরা তুমুল চিৎকার শুরু করে। এতে মোদি বলেন, দেখে মনে হচ্ছে কয়েকজন সাংসদ চাইছেন না, মন্ত্রিসভায় একজন মহিলা বা একজন দলিত প্রতিনিধি থাকুন। তাই এই পরিচিতি পর্বে বাধা সৃষ্টি করা হচ্ছে। এর আগে, একইভাবে, লোকসভাতেও, যখন মোদি তাঁর মন্ত্রিসভার নতুন মুখদের পরিচিতি করাচ্ছিলেন, তখন বিরোধীরা প্রবল হই-হট্টগোল শুরু করেন। এখানে বলে দেওয়া দরকার, নতুন কেউ মন্ত্রিসভার সদস্য হলে, প্রথামাফিক উভয় কক্ষে তাঁর পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।

Monsoon Session LIVE ফোনে আড়িপাতা-বিতর্কে রাজ্যসভায় মুলতুবি নোটিস সিপিআই-এর

কৃষি আইন বাতিলের দাবিতে মুলতুবি প্রস্তাব আনতে নোটিস দিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি। ফোনে আড়িপাতা-বিতর্কে মুলতুবি প্রস্তাব আনতে রাজ্যসভায় নোটিস দিয়েছে সিপিআই-ও।

Monsoon Session 2021 ৬টি ইস্যু নিয়ে সংসদের উভয় কক্ষে নোটিস তৃণমূলের

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল, করোনা ভ্যাকসিনের অপ্রতুলতা, আর্থিক বৃদ্ধির হারে হ্রাস, সাংসদ তহবিল চালু ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে দুর্বল করে দেওয়ার অভিযোগ সংক্রান্ত ৬টি ইস্যুকে সামনে রেখে সংসদের উভয় কক্ষে নোটিস দিয়েছে তৃণমূল। 

Monsoon Session LIVE একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধতে মরিয়া বিরোধীরা

জ্বালানির লাগামছাড়া দাম, করোনার তৃতীয় ঢেউ, ভ্যাকসিনের ঘাটতি, কৃষি আইন বাতিল-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধতে মরিয়া বিরোধীরা। বাদল অধিবেশনের প্রথম দিনেই সংসদ উত্তাল হল। 

Monsoon Session 2021 বিরোধী হই-হট্টগোলের জেরে ২টো পর্যন্ত মুলতুবি লোকসভা

আশঙ্কা ছিলই। হলও তাই। বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হল লোকসভা। বিরোধীদের বিক্ষোভের জেরে ২টো পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন।

Monsoon Session LIVE সংসদে বক্তব্য পেশ করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ 

সংসদে বক্তব্য পেশ করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর বক্তব্য পেশ করার সময় তীব্র চিৎকার শুরু করেন বিরোধী সাংসদরা

Monsoon Session 2021 সংসদে বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সংসদে বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করা শুরু করতেই হই-হট্টগোল শুরু করে বিরোধীরা। মোদি তাদের উদ্দেশে বলেন, আপনারা সংসদের সম্মানহানি করছেন। এই প্রসঙ্গে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণও করেন।

Monsoon Session LIVE সংসদে ঝড় তুলতে প্রস্তুত বিরোধীরা

আজ বাদল অধিবেশনের শুরুতেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা। রণকৌশল স্থির করতে অধিবেশনের আগে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন ইউপিএ জোটের শরিকরা।

Monsoon Session 2021 ‘সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি, সরকার সব তথ্য দিতে তৈরি’, সংসদ ভবনে পৌঁছে মোদি

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘৪০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাল সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’

Monsoon Session LIVE ‘সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন,উত্তর দেওয়ার সুযোগও দিন’, সংসদ ভবনে পৌঁছে মোদি

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। সংসদে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘৪০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাল সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি। সরকার সব তথ্য দিতে তৈরি। সরকারকে তীক্ষ্ণ প্রশ্ন করুন, শান্তিপূর্ণভাবে সরকারকে উত্তর দিতে দিন।’

Monsoon Session 2021 সাইকেলে করে সংসদের এলেন তৃণমূল সাংসদরা

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের অভিনব প্রতিবাদ। সাইকেলে করে সংসদের পথে তৃণমূল সাংসদরা। গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পেট্রোল-ডিজেলের দামের প্রতিবাদে তাঁদের দলের সাংসদরা সাইকেলে করে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে যাবেন। 

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১৩ অগাস্ট পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনই করোনা আবহে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তুলতে পারেন বিরোধীরা। রণকৌশল স্থির করতে অধিবেশনের আগে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসবেন ইউপিএ জোটের শরিকরা। অন্যদিকে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে আজ দিল্লিতে দলের সদর দফতর থেকে সাইকেলে চড়ে সংসদে যাবেন তৃণমূল সাংসদরা। রয়েছে বিক্ষোভ কর্মসূচি। প্রায় একমাস ধরে চলা এবারের বাদল অধিবেশনে আলোচনা হবে ৩১টি বিল নিয়ে। এর মধ্যে থাকছে বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ধর্মঘট বেআইনি ঘোষণা সংক্রান্ত বিতর্কিত বিলও। এক্ষেত্রে আগেই অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্র। এবার সেটাই বিল আকারে আনতে চায় মোদি সরকার।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.