নয়া দিল্লি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কাল বেলা ১২টায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করবেন তিনি। এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন জগদীপ ধনকড়। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। আপাতত বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন মণিপুরের রাজ্যপাল এলএ গণেশন। রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল।


আরও পড়ুন ; এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়, জানালেন নাড্ডা


জগদীপ ধনকড়কে প্রার্থী করেছে NDA-


উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করেছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA। বিজেপির (BJP) সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয় সে কথা। 


ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত। সংবিধান সম্পর্কে অসাধারণ জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়'।  ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আমি নিশ্চিত তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন। জাতীয় অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে অধিবেশন কক্ষের কাজ পরিচালনা করবেন’।


আগামী ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই, মঙ্গলবার। আজ, সোমবার মনোনয়ন দেবেন জগদীপ ধনকড়। তার আগে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল। 


কিন্তু মোদি-অমিত শাহরা, বাংলার রাজ্যপালকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নেওয়ায়, রবিবার সরগরম থাকল বঙ্গ রাজনীতি। তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ করেছেন, তারই পুরস্কার পেয়েছেন। জগদীপ ধনকড়ের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া নিয়ে, এভাষাতেই কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি বলেন, আশা করছি সমর্থন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়


এদিকে বিপক্ষে মার্গারেট আলভার নাম ঘোষণা করেছে বিরোধীরা।