Presidential Election 2022: এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, কে তিনি?
Draupadi Murmu: ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। পেশায় শিক্ষিকা ছিলেন তিনি।
নয়াদিল্লি: এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০জনের নাম নিয়ে আলোচনা হয়েছে, জানালেন জেপি নাড্ডা। তারপরেই দ্রৌপদী মুর্মুর নামে সিলমোহর। ওড়িশার মন্ত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু। দলিতের পর রাষ্ট্রপতির নির্বাচনে এই প্রথম আদিবাসী প্রার্থী। পেশায় শিক্ষিকা ছিলেন দ্রৌপদী মুর্মু।
রাজনৈতিক কেরিয়ার:
২০০৪: ওড়িশার রাইরঙ্গপুর থেকে বিজেপি বিধায়ক হন দ্রৌপদী
২০০৬: ওড়িশা বিজেপির তফশিলি মোর্চার সভাপতি হন দ্রৌপদী
২০০৭: সেরা বিধায়ক হিসেবে পুরস্কৃত করে ওড়িশা বিধানসভা
View this post on Instagram
নাম ঘোষণা করেই বিরোধীদের দিকে আক্রমণ শানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, 'ভেবেছিলাম সবাই একসঙ্গে রাষ্ট্রপতির নাম ঘোষণা করব। কিন্তু আগেভাগে বিরোধীরা অন্য প্রার্থী দেওয়ায় দ্রৌপদীর নাম ঘোষণা।'
প্রধানমন্ত্রীর টুইট:
নাম ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হলে দেশ লাভবান হবে। দ্রৌপদী মুর্মু গরিবদের প্রতি সমর্পিত। দ্রৌপদী মুর্মুকে দেখে শক্তিশালী হবে দেশের গরিব মানুষ।' দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি-প্রার্থী ঘোষণার পরে ট্যুইট প্রধানমন্ত্রীর।
PM Modi affirms, "I am confident she will be a great President," on Draupadi Murmu as BJP's choice for Presidential candidate pic.twitter.com/uS5AZztUNj
— ANI (@ANI) June 21, 2022
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা