Presidential Election 2022 Live: পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদের

President Election 2022: দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা? যশবন্ত সিনহার লড়াই কি নেহাতই প্রতীকি? এ রাজ্যে কি রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হবে? ২১ তারিখ ফল ঘোষণা

abp ananda Last Updated: 18 Jul 2022 10:38 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022)। NDA’র প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu ) সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। কিন্তু, নির্বাচনের আগে বিরোধী শিবিরে স্পষ্ট ফাটল যেভাবে সামনে চলে...More

Presidential Election Live Update: চলছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের তোড়জোড়

উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ-র জগদীপ ধনকড়ের পাল্টা বিরোধীদের মার্গারেট আলভা। পাওয়ার বাড়িতে যোগ দিলেন বিরোধীদলের বৈঠকে। বৈঠকে বামফ্রন্ট-সহ একাধিক দল থাকলেও ছিল না তৃণমূল।