Presidential Election 2022 Live: পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদের

President Election 2022: দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা? যশবন্ত সিনহার লড়াই কি নেহাতই প্রতীকি? এ রাজ্যে কি রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হবে? ২১ তারিখ ফল ঘোষণা

abp ananda Last Updated: 18 Jul 2022 10:38 PM
Presidential Election Live Update: চলছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের তোড়জোড়

উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ-র জগদীপ ধনকড়ের পাল্টা বিরোধীদের মার্গারেট আলভা। পাওয়ার বাড়িতে যোগ দিলেন বিরোধীদলের বৈঠকে। বৈঠকে বামফ্রন্ট-সহ একাধিক দল থাকলেও ছিল না তৃণমূল। 

Presidential Election Live Update: ধনকড়কে নিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশিই চলছে উপরাষ্ট্রপতি ভোটের তোড়জোড়। ‘একজন অতুলনীয় ও প্রেরণাদায়ক উপরাষ্ট্রপতি হবেন জগদীপ ধনকড়’, ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মনোনয়ন জমা দেন জগদীপ ধনকড়

Presidential election Update: কে আদিবাসীদের বেশি কাছের?

কে আদিবাসীদের বেশি কাছের? রাষ্ট্রপতি ভোটে বিধানসভায় এই প্রশ্নেই টক্কর দেখা গেল বিজেপি ও তৃণমূলের। আদিবাসী সমাজে যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, এদিন সেই রকম উত্তরীয় পরে বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে, এদিনই আদিবাসী গানে গলা মেলান তৃণমূল বিধায়ক ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মাণ্ডি।

Presidential Election Live Update: হোটেলে বিজেপি বিধায়কদের কী খাবারের মেনু ছিল, প্রকাশ্যে তালিকা

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রিসর্ট-রাজনীতি বাংলায়? শুরু চর্চা। বিজেপি বিধায়কদের ভোটের আগে যে হোটেলে রাখা হয়েছিল, তার মেনুও সামনে এল এদিন। ভাত, ডাল, বেগুন ভাজা, বাটার নান, পনির মশলা, পোলাও, মাটন বিরিয়ানি-সহ একাধিক খাবার ছিল বুফে-র মেনুতে।

Presidential election Update: তৃণমূলকেই ভোট দিয়েছি, দাবি মুকুল রায়ের

রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় গিয়ে ভোট দিলেন বিধায়ক মুকুল রায়। জানালেন, তৃণমূলের প্রার্থী জিতবে। সঙ্গে সংযোজন, আমি বিজেপির বিধায়ক। 

Presidential Election Live Update: রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি জারি উপরাষ্ট্রপতি পদে ভোটের প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটের পাশাপাশি তোড়জোড় চলছে উপরাষ্ট্রপতি নির্বাচনের। বিরোধীদের প্রার্থী হয়েছেন মার্গারেট আলভা। এদিন সেই নিয়ে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিলেন বিরোধীদলের নেতারা। বৈঠকে বামফ্রন্ট-সহ একাধিক দল থাকলেও ছিল না তৃণমূল। 

Presidential election Update: এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ যশবন্ত সিনহার

ভোট চলাকালীনই সুর চড়ালেন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। অভিযোগ, এজেন্সিগুলি এখন বড় বেশি সক্রিয়। এরা রাজনৈতিক দল ভাঙার কাজ করছে, আরও সংযোজন তাঁর।

Presidential Election Live Update: বিধানসভায় তৃণমূলের পাল্টা ক্রস ভোটিংয়ের দাবি শুভেন্দু অধিকারীর

বিধানসভায় তৃণমূলের পাল্টা এবার ক্রস ভোটিংয়ের দাবি শুভেন্দু অধিকারীর। তৃণমূলের পক্ষে পড়া ২২১টি ভোটের মধ্যে কয়েকটি ভোট কোথায় পড়বে তা নিয়ে প্রশ্ন।

Presidential election Update: ভোট দিতে যাওয়ার সময় বিশেষ সাজ বিজেপি বিধায়কদের একাংশের

আদিবাসীদের সম্মান জানাতে এদিন রাষ্ট্রপতি ভোট দিতে যাওয়ার সময় পাঞ্জি পোশাকে সাজলেন বিজেপি বিধায়কদের একাংশ।

Presidential Election Live Update: রাষ্ট্রপতি নির্বাচনের দিনই মনোনয়ন জমা ধনকড়ের

নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডা, রাজনাথ সিংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন এনডিএ-র উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়। 

Presidential election Update: নেত্রীর কথামতোই ভোট দিয়েছি, দাবি শিশিরের

‘আমাদের পরিবারের নামে নানারকম গাল-গল্প আছে,তৃণমূলে ছিলাম, আছি, থাকব’ জানালেন শিশির অধিকারী। সঙ্গে সংযোজন, নেত্রীর কথামতোই ভোট দিয়েছি। 

Presidential Election Live Update: দিল্লি গিয়ে ভোট দিলেন শিশির-দিব্যেন্দু

আজ রাষ্ট্রপতি ভোট। দিল্লি গিয়ে ভোট দিলেন কাথির সাংসদ শিশির অধিকারী। সঙ্গে পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী

Presidential election Update: পয়সার খেলা চলছে: যশবন্ত সিনহা

পয়সার খেলা চলছে,  পক্ষে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ, বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার

Presidential Election Live Update: রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত।এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল। কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের পার্টি অফিসগুলোই পাঁচতারা-সাততারা হোটেলের মত। আর বিজেপির বিধায়করা দূর-দূরান্ত থেকে এসেছেন। তাই তাঁদের থাকার ব্যবস্থা করতে হয়েছে। এমএলএ হোস্টেলে তো বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও আমারও জায়গা হয়নি। পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী। 

Presidential election Update: দিল্লিতে গিয়ে ভোট দিলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী

দিল্লিতে গিয়ে ভোট দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তাঁর ছেলে ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। কাকে ভোট দিলেন কাঁথির শান্তিকুঞ্জের দুই সাংসদ? এ’নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দু’জনেই।

Presidential Election Live Update: পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদ হাকিমের

পশ্চিমবঙ্গ থেকে ঐতিহাসিক লিড দেব যশবন্ত সিন্হাকে, দাবি ফিরহাদ হাকিমের 

Presidential election Update: হার নিশ্চিত বুঝে এসব বলছেন যশবন্ত সিন্হা, পাল্টা রাহুল সিন্হা

হার নিশ্চিত বুঝে এসব বলছেন যশবন্ত সিন্হা, পাল্টা রাহুল সিন্হা। রাষ্ট্রপতি ভোটে টাকার খেলা চলছে, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী প্রার্থী যশবন্তের। হার নিশ্চিত বুঝে এসব বলছেন, পাল্টা রাহুল সিন্হা।

Presidential Election Live Update: মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের বিরোধী, পোস্টার বালুরঘাটের

মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে এই অভিযোগ তুলে এবার পোস্টার পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। এখানকারই সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায় বিরোধী বলে অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে বিজেপি পার্টি অফিসে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, মুখে আদিবাসীদের পাশে থাকার কথা বললেও, তাদের সংস্পর্শ বাঁচিয়ে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই পোস্টার। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে মালদার হবিবপুর ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় এ ধরনের পোস্টার পড়ে। 

Presidential Election Update: রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মু। আদিবাসীদের সম্মান জানাতে এদিন ভোট দিতে যাওয়ার সময় পাঞ্জি পোশাকে সাজলেন বিজেপি বিধায়কদের একাংশ। মূলত আদিবাসী এলাকার বিধায়কদেরই দেখা গেল এই পোশাকে। 

Presidential Election Live Update: ভোটে লড়ার সঙ্গে সঙ্গে সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেও লড়ছি: যশবন্ত সিন্হা

ভোটে লড়ার সঙ্গে সঙ্গে সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেও লড়ছি, এজেন্সি গুলি এখন বড় বেশি সক্রিয়, এরা রাজনৈতিক দল ভাঙার কাজ করছে, পক্ষে ভোট দিতে লোকজনকে বাধ্য করা হচ্ছে, পয়সার খেলাও চলছে যশবন্ত সিন্হা।

Presidential election Update: অঙ্কের হিসেবে অনেক এগিয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

অঙ্কের হিসেবে অনেক এগিয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্তরাত্মার ডাকে ভরসা বিরোধীদের

Presidential election Live Update: বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল। ট্যুইটে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Presidential election Update: সকাল ১০টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

সকাল ১০টায় শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক, সাংসদ মিলিয়ে ৩২৫ জনের ভোট দেওয়ার কথা। এর মধ্যে কংগ্রেসের ২ ও বিজেপির ১৭ জন সাংসদ ভোট দেবেন দিল্লিতে। তৃণমূলের লোকসভার ২৩ ও রাজ্যসভার ১৩ জন সাংসদ ভোট দেবেন।এর মধ্যে ২ সাংসদ ভোট দেবেন দিল্লিতে। সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীও দিল্লিতে ভোট দেবেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

Presidential election Live Update: সাংসদ-বিধায়কদের কাছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন দিলীপের

রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদ-বিধায়কদের কাছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানালেন দিলীপ ঘোষ। পাশাপাশি বললেন, বিজেপির টিকিটে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা পরে দল ছেড়েছেন তাঁরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে প্রায়শ্চিত্ত করুন

Presidential election Update: দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ তারই নির্বাচন

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ তারই নির্বাচন। এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁর বিরুদ্ধে যশবন্ত সিন্হাকে প্রার্থী করেছে বিরোধী দলগুলি। সামগ্রিক পরিস্থিতির বিচারে বিরোধীরা ব্যাকফুটে। তবে শেষপর্যন্ত কী হবে, তা জানা যাবে আগামী ২১ জুলাই।

Presidential election Live Update: রাষ্ট্রপতি নির্বাচনের আগে হোটেলবন্দি ছিলেন বিজেপি বিধায়করা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে হোটেলবন্দি ছিলেন বিজেপি বিধায়করা। সকালে হোটেল থেকে বাসে তাঁরা রওনা দিলেন বিধানসভায়। হোটেলের বাইরে সকাল থেকেই ছিল রীতিমতো উত্সবের চেহারা। রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মু।আদিবাসীদের সম্মান জানাতে এদিন ভোট দিতে যাওয়ার সময় পাঞ্জি পোশাকে সাজলেন বিজেপি বিধায়কদের একাংশ। মূলত আদিবাসী এলাকার বিধায়কদেরই দেখা গেল এই পোশাকে।  রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট হয়েছেন মাদারিহাটের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। গতকাল এই হোটেলেই বিজেপি বিধায়কদের জন্য মক পোলের ব্যবস্থা করা হয়। বিধায়কদের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


 

Presidential election Update: আজ ভোট দেবেন সমস্ত সাংসদ ও বিধায়করা

আজ দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেবেন সমস্ত সাংসদ ও বিধায়করা। কীভাবে তাঁদের ভোটমূল্য নির্ধারণ করা হয়? মোট ভোটমূল্য নির্ধারণের ভিত্তি কী?

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022)। NDA’র প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu ) সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। কিন্তু, নির্বাচনের আগে বিরোধী শিবিরে স্পষ্ট ফাটল যেভাবে সামনে চলে এসেছে, তাতে প্রশ্ন একটাই দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা? যশবন্ত সিনহার (Yashwant Sinha) লড়াই কি নেহাতই প্রতীকি? 


অঙ্ক বলছে, ভোট-মূল্যের বিচারে নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির। এনডিএ শিবিরের না হলেও শিবসেনা বিজু জনতা দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বহুজন সমাজ পার্টি শিরোমণি অকালি দল YSR কংগ্রেসের মতো দলগুলি জানিয়ে দিয়েছে তারা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছে।


সারা দেশের সমস্ত নির্বাচিত বিধায়ক এবং নির্বাচিত সংসদদের মোট ভোটের পরিমাণ ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। জয়ী প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৫ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। অঙ্কের হিসাবে অত্যন্ত সহজেই এই লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।


শুরুতে মনে হয়েছিল বিরোধীরা সর্বসম্মতভাবে প্রার্থী দিতে পারলে বিজেপিকে টক্কর দিতে পারবে। কিন্তু, চমকটা আসে এরপর। NDA’র রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি ঘোষণা করে ওড়িশা বিজেপির আদিবাসী মুখ এবং প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম। আরর এই একটা নামই বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে। অর্থাৎ অঙ্কের হিসাবে এনডিএ প্রার্থীর রাইসিনা হিলসে যাওয়া নিশ্চিত। তবে এর মধ্যে একটাই প্রশ্ন, এ রাজ্যে কি রাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হবে? ২১ তারিখ ফল ঘোষণা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.