Stalin on NEET exam: NEET-বিরোধিতায় সমর্থন চেয়ে ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

চিঠিতে মুখ্যমন্ত্রী স্ট্যালিন একে রাজন কমিটির রিপোর্ট জুড়ে দিয়েছেন।

Continues below advertisement

চেন্নাই : NEET নিয়ে বিরোধিতায় সমর্থন চেয়ে দেশের ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমনন্ত্রী এম কে স্ট্যালিন। সোমবার এই মর্মে চিঠি পাঠান তিনি। চিঠিতে সংবিধান অনুযায়ী, শিক্ষার ওপর রাজ্যের অধিকার দাবির কথা উল্লেখ করেছেন তিনি।

Continues below advertisement

সংশ্লিষ্ট চিঠি অন্ধ্রপ্রদেশ, নিউ দিল্লি, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, গোয়া, পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। এর পাশাপাশি ডিএমকে-র সাংসদরা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করবেন, এমনই পরিকল্পনা করা হচ্ছে।

The News Minute-এর রিপোর্ট অনুযায়ী, চিঠিতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একে রাজন কমিটির একটি রিপোর্ট জুড়ে দিয়েছেন। যে রিপোর্টে সামাজিকভাবে পিছিয়ে পড়া ও গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীদের ওপর NEET-এর প্রভাব পর্যবেক্ষণ রয়েছে। চিঠির উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট কমিটিকে NEET-এর একটি বিকল্প প্রস্তাব করতে বলা হয়েছিল যা কোনও বৈষম্য ছাড়াই সমস্ত শিক্ষার্থীর উপকারে আসবে। এমন একটি বিকল্প পদ্ধতি যা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা যাবে। চিঠিতে স্ট্যালিন লিখেছেন, আপনার পর্যবেক্ষণের জন্য চিঠির সাথে এটি সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন ; ১৩ জুন সোশ্যালিজমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মমতা ব্যানার্জি !

চিঠিতে, রিপোর্ট অনুসারে, স্ট্যালিন বলেছেন যে, মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ভর্তির জন্য NEET বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে ছিল এবং ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার রাজ্য সরকারের অধিকারকে বাধা দেওয়া অনেকটা সাংবিধানিক ভারসাম্য লঙ্ঘনের শামিল।

আরও পড়ুন ; গোপনে রেমডেসিভির মজুত ! গুন্ডা আইনে ব্যবস্থা নেবে তামিলনাড়ু

এই পরিস্থিতিতে স্ট্যালিন ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট রিপোর্টটি পড়ার অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তাঁদের সমর্থন চেয়েছেন। যাতে করে গ্রামীণ এলাকার ও সমাজের প্রান্তিক শ্রেণির ছাত্র-ছাত্রীরা মেডিক্যাল কলেজে ভর্তিতে কোনও সমস্যায় না পড়েন।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola