ত্রিপুরা: দুপুরের পর সন্ধে নাগাদ ফের আক্রান্ত তৃণমূল (TMC)। আগরতলা (Agartala) পূর্ব মহিলা থানা চত্বরের মধ্যে ফের আক্রান্ত হয় তৃণমূল (TMC)। এদিন থানা থেকে বেরনোর সময় সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময়েই হামলার ঘটনা ঘটে। 


সাংবাদিকদের কুণাল ঘোষ (Kunal Ghosh) সাক্ষাৎকার দেওয়ার সময় হামলা হয়। দুষ্কৃতী হামলায় রক্তাক্ত হন এক সাংবাদিক। আগরতলা পূর্ব মহিলা থানার (East Agartala Police Station) ভিতরেই ছিলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। পরে ত্রিপুরায় মহিলা পুলিশের ঘেরাটোপে থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় সায়নীকে। 


আগরতলায় গ্রেফতার হন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে সায়নীকে গ্রেফতার করে পুলিশ। সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময়, থানায় হামলা চালায় দুষ্কৃতীরা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 


উল্লেখ্য, ত্রিপুরায় অশান্তির জেরে দিল্লি (Delhi) যাচ্ছেন তৃণমূল সাংসদদের (MLA) প্রতিনিধি দল। আজ রাতেই দিল্লি (Delhi) যাচ্ছেন ১৫ জনের বেশি তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister Amit Mitra) সঙ্গে দেখা করার সময় চায় এই প্রতিনিধি দল। কাল সকালে দিল্লিতে ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। কালই ত্রিপুরা (Tripura) যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাল্টা, নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।


ত্রিপুরায় বারবার আক্রান্ত তৃণমূল। গ্রেফতার সায়নী ঘোষ (Sayani Ghosh)। প্রতিবাদের আঁচ পড়েছে বাংলাতেও। জলপাইগুড়িতে (Jalpaiguri) বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। হল মিছিল। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) ডেবরায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আসানসোলেও প্রতিবাদে সরব হলেন তৃণমূল কর্মী সমর্থকরা (TMC)। 


বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট! সোমবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। ঠিক তার আগে, ত্রিপুরায় তুলকালাম! একের পর এক হামলায়  ট্যুইটে (Tweet) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘ত্রিপুরার অবস্থা ভয়াবহ, বিপ্লব দেবের (Biplab Deb) গুন্ডারাজ চলছে। প্রতি মূহূর্তে তৃণমূলের নেতা-কর্মীদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।’


আরও পড়ুন: ক্যানিং-এর পর এবার জলপাইগুড়ি! বাড়ি ফেরার পথে চায়ের দোকানের সামনে তৃণমূল নেতাকে গুলি