গাজিয়াবাদ: গাজিয়াবাদে যমজ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু।  ২৬ তলার বহুতলের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের বয়স ১৪। গাজিয়াবাদের প্রতীক গ্র্যান্ড সোসাইটির ফ্যাবহটে এই ঘটনায় সময় ছিলেন দুই কিশোরের মা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, রাত ১.০৫ মিনিট নাগাদ তাঁরা এই ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। মৃত দুই কিশোরের নাম সত্য নারায়ণ ও সূর্যনারায়ণ। দুজনেই নবম শ্রেণীর ছাত্র। আদতে এই পরিবার তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা। রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গোটা ঘটনায় সোসাইটিতে শোকের ছায়া নেমে এসেছে। 


Petrol Diesel Price Hike: বেড়েই চলেছে পেট্রোপণ্যের মূল্য, বিমানের তুলনায় ৩০ শতাংশ বাড়ল অটোর জ্বালানির দাম


পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাত প্রায় বারোটার সময়  দুই কিশোরের তাদের ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলেন। কিন্তু দুই ভাই-ই প্রথমে চাঁদ দেখতে যাওয়ার আবদার করে। পরে তিনি তাঁর নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পরেই জোরাল শব্দ শুনতে পেয়ে সন্তানরা যে ঘরে ঘুমিয়েছিল, ওই মহিলা সেই ঘরে দৌড়ে যান। কিন্তু ঘরে দুই সন্তানকে দেখতে পাননি। এরপরই তিনি জানতে পারেন, তাঁর যমজ সন্তান ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছে। 


MAA Flyover Accident : রাতে মা উড়ালপুলে দুর্ঘটনা! নিষেধ সত্ত্বেও ১০ টার পর বাইক উঠল কী করে?


খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায়  পুলিশ। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  যমজ কিশোর আত্মঘাতী হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে পুলিশ আধিকারিরা জানিয়েছেন, এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। 
জানা গেছে, দুর্ঘটনার সময় ছিলেন না মৃত দুই কিশোরের বাবা।


Kolkata Vegetable Prices: লক্ষ্মীপুজোর আগেই অগ্নিমূল্য বাজার, সবজির দামে আগুন, দুর্ভোগ আমজনতার