Indian Army: সেনায় নিয়োগে বিশেষ প্রকল্প আনছে প্রতিরক্ষামন্ত্রক, অপেক্ষা অনুমোদনের
Indian Army Job: করোনা পরিস্থিতিতে সেনায় নিয়োগও খুব একটা হয়নি। এই পরিস্থিতিতে স্বল্প মেয়াদে সেনায় নিয়োগের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
![Indian Army: সেনায় নিয়োগে বিশেষ প্রকল্প আনছে প্রতিরক্ষামন্ত্রক, অপেক্ষা অনুমোদনের Indian Army job vacancy recruitment special project by central govt Indian Army: সেনায় নিয়োগে বিশেষ প্রকল্প আনছে প্রতিরক্ষামন্ত্রক, অপেক্ষা অনুমোদনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2016/12/07074702/indian-army.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: সেনায় (Indian Army) স্বল্প মেয়াদের চুক্তিতে নিয়োগের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defence)। সংবাদমাধ্যম ANI সূত্রে খবর, অগ্নিপথ (Agnipath) নিয়োগ প্রকল্পে ৩ বছরের জন্য চুক্তির ভিত্তিতে সেনার তিন শাখায় নিয়োগ করা হবে। ৩ বছরের পর কাউকে চাইলে সেনাবাহিনী রেখেও দিতে পারে। তিন বছরের মধ্যেই উপযুক্ত প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে মোতায়েন করা হবে বিভিন্ন ক্ষেত্রে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সেনা, নৌ ও বিমান বাহিনীতে প্রায় সোওয়া এক লক্ষ শূন্যপদ রয়েছে। করোনা পরিস্থিতিতে সেনায় নিয়োগও খুব একটা হয়নি। এই পরিস্থিতিতে স্বল্প মেয়াদে সেনায় নিয়োগের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এর রূপরেখা প্রায় চূড়ান্ত। প্রতিরক্ষামন্ত্রকের চূড়ান্ত অনুমোদন পেলেই চালু হবে প্রকল্প।
অন্যদিকে, কলকাতার এই হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নিচে এই বিষয়ে যাবতীয় বিবরণ দেওয়া হল। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেটা ম্যানেজারের 01টি পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। যোগ্য প্রার্থীরা নিচের দেওয়া ঠিকানায় তাদের আবেদন/শংসাপত্র পাঠাতে পারেন।
আরও পড়ুন, মেডিক্যাল অফিসার-নার্স নিয়োগ হচ্ছে এই জেলায়, আবেদনের শেষ তারিখ জানেন ?
এনক্লোজার সহ আবেদনটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছতে হবে — ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সিআর অ্যাভিনিউ, কলকাতা-700073, 16/04/2022 তারিখে বা তার আগে স্পিড পোস্ট/ কুরিয়ার বা ব্যক্তিগতভাবে (ড্রপ-বক্সে)এই আবদেনপত্র পাঠাতে পারেন।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিচের উল্লেখিত ঠিকানায় তাদের আবেদনপত্র পাঠাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) ও নির্দেশ অনুসারে অন্য যেকোনও প্রাসঙ্গিক নথির অনুলিপি আবেদনের সঙ্গে জুড়ে দিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)