নয়াদিল্লি: দেশের তিন দিক ঘেরা জলভাগ দ্বারা। তাই সেদিকের নিরাপত্তা নিয়ে এতদিন তেমন মাথা ঘামাতে হয়নি। কিন্তু গত কয়েক দিন ধরে বার বার ভারত মহাসাগর এবং আরব সাগরে যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটেছে, তাতে জলভাগের নিরাপত্তা আটোসাঁটো করতে তৎপর হল ভারত। আরব সাগরে তিন-তিনটি যুদ্ধজাহাজ নামানো হল। জলভাগের নিরাপত্তায় কোনও খামতি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। (Indian Navy)


সোমবার ভারতীয় নৌবাহিনীর বিস্ফোরক নিয়ন্ত্রণ বিধি বিভাগের একটি দল তল্লাশি চালায়। দু'দিন আগে নিউ ম্যাঙ্গালুরু বন্দর যাওয়ার পথে আরব সাগরের উপকূলে ড্রোন হামলার শিকার হয় বাণিজ্যতরী MV Chem Pluto. সোমবার জাহাজটি মুম্বই এসে পৌঁছয়। নৌবাহিনীর বিস্ফোরক নিয়ন্ত্রণ বিধি বিভাগের ওই দল জাহাজটিতে তল্লাশি চালায়। হামলার তীব্রতা কেমন ছিল, কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখা হয়।  তার পরই এদিন আরব সাগরে যুদ্ধজাহাজ নামানো হল। (Drone Attacks)


ভারতীয় নৌবাহিনী একটি যুদ্ধবিমানও নামিয়েছে, P-81, এটি একটি দূরপাল্লার নজরদারি চালানো যুদ্ধবিমান। এর পাশাপাশি, INS Mormugao, INS Kochi এবং INS Kolkata নামের তিনটি যুদ্ধজাহাজ নামানো হয়েছে জলে। ভারতীয় জলসীমার উপর নজরদারি চালাবে তারা। শুধু তাই নয়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতেও সক্ষম ওই তিনটি জাহাজ। শনিবার লিবিয়ার পতাকা লাগানো MV Chem Pluto ড্রোন হামলার শিকার হয়। তার আগে, লোহিত সাগরে, এডেন উপসাগরেও একের পর এক জাহাজ হামলার শিকার হয়। ইরানের সশস্ত্র বিদ্রোহী সংস্থা হুথি-র নাম জড়ায় তাতে। ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে হামলা চালানো হয়। 


আরও পড়ুন: Dunki Flight: আশ্রয় চেয়ে ফ্রান্সেই রয়ে গেলেন শিশু-সহ ২৭, বিদেশে পালাতে গিয়ে আটক হওয়া ২৭৬ ভারতীয় দেশে ফিরলেন


আমেরিকার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিষয়টি যৌথ ভাবে খতিয়ে গেখা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু হয়েছে MC Chem Pluto-কে নিয়ে। ধাপে ধাপে পরীক্ষার পর ঠিক হবে, কবে ফের জলে নামানো যাবে জাহাজটিকে। জাহাজটিকে মেরামত করারও প্রয়োজন রয়েছে।


জানা গিয়েছে, সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে অশোধিত তেল নিয়ে ম্যাঙ্গালুরু যাচ্ছিল MC Chem Pluto. সেই সময়, শনিবার পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় সেটি। হামলায় হতাহতের খবর না থাকলেও, বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ শুধু MC Chem Pluto-ই নয়, গাবোর পতাকা লাগানো একিট অশোধিত তেলের ট্যাঙ্কার লক্ষ করেও সম্প্রতি লোহিত সাগরে ড্রোন হামলা চালানো হয়। ওই জাহাজে ২৫ জন ভারতীয় ছিলেন। তাতেও কেউ যদিও হতাহত হননি।