ইনদওর: রামনবমীর দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের ইনদওরে। ছাদ ভেঙে কুয়োয় পড়ে গিয়েছিলেন বহু দর্শনার্থী। সেই ঘটনায় লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন ৩৫ জন। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এএনআই সূত্রে খবর, ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২ জনকে উদ্ধার করে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনের খোঁজ এখনও মেলেনি। 


চলছে উদ্ধারকাজ:
বেলেশ্বর মহাদেব মন্দিরে প্রতিবছরই রামনবমীর দিন ভিড় হয়। বৃহস্পতিবার রামনবমীর দিনে ওই মন্দিরে উপচে পড়েছিল ভক্তদের ঢল। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটেছিল। এখনও সেই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। ইনদওরের অন্যতম পুরনো বাসস্থান স্নেহ নগর। সেখানেই অবস্থিত এই মন্দিরটি একটি বেসরকারি ট্রাস্ট দেখভাল করে। রামনবমীর দিন একটি যজ্ঞ করা হচ্ছিল ওই মন্দিরে। মন্দিরটির মেঝের যেখানে ওই যজ্ঞ হচ্ছিল, তারই নীচে ছিল একটি কুয়ো। রামনবমীর দিন বিপুল ভিড়ের চাপ সামলাতে পারেনি ওই মেঝে। ভেঙে দর্শনার্থীদের নিয়ে কুয়োয় পড়ে যায় মেঝেটি। প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় সকলে। ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামে এনডিআরএফ, এসডিআরএফ।


ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, জখমদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির বিষয়ে খোঁজ নিতে শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



প্রত্যক্ষদর্শীদের মতে, যজ্ঞ চলাকালীন এই ঘটনা ঘটে। ২৫ জনেরও বেশি লোক কুয়োর বারান্দায় বসে ছিল। এরপর অতিরিক্ত ওজনের কারণে এর ছাদ ভেঙে লোকজন নীচে পড়ে যায়। কালেক্টর, পুলিশ কমিশনার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের কালেক্টর এবং কমিশনারের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন।     


আরও পড়ুন: নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী! কথা বললেন নির্মাণকর্মীদের সঙ্গে