এক্সপ্লোর
Advertisement
সরাসরি ছবি মুক্তি করাচ্ছে প্রযোজনা সংস্থা, ৪ শতাংশ করে কমল আইনক্স, পিভিআর-এর শেয়ার মূল্য
বলিউডি ছবির সিংহভাগ অংশ বক্স অফিস থেকে পাওয়া লাভের ওপর নির্ভরশীল। তারই মধ্যে হল এড়িয়ে এই ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি তাদের অন্য পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে।
মুম্বই: লকডাউনের প্রভাব পড়েছে বলিউডেও। ৯,৫০০-র মত সিনেমা হল, মাল্টিপ্লেক্স বন্ধ, ফলে বড় পর্দায় কোনও ছবি মুক্তি পাচ্ছে না। এই পরিস্থিতিতে ৭টি ছবির নির্মাতা ঠিক করেছেন, তাঁদের ছবি সরাসরি কোনও ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়াবেন তাঁরা। এই ছবিগুলির মধ্যে রয়েছে অমিতাভ বচ্চন ও বিদ্যা বালানের মত সুপারস্টারের ছবিও।
এ দেশে ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, ইউটিউব, হটস্টার, জি৫, অল্ট বালাজি, ভুট, সনি লিভ, ভিউক্লিপ ইত্যাদি। প্রযোজনা সংস্থার এই সিদ্ধান্তের ফলে ধাক্কা খেয়েছে দুটি মাল্টিপ্লেক্স চেন অপারেটরের ব্যবসা। আইনক্স লিজার-এর শেয়ার মূল্য ৪.৪০ শতাংশ কমে হয়েছে ১৯২.৩০ টাকা, পিভিআর কমেছে ৪.৮৫ শতাংশ, হয়েছে ৮৪৫ টাকা।
৯,৫০০-র মত সিনেমা হল ২৫ মার্চ থেকে বন্ধ থাকায় বিরাট লোকসানের মুখে পড়েছে বলিউড। আইনক্স গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, যেভাবে একটি প্রযোজনা সংস্থা সিনেমা হলের বদলে সরাসরি তাদের ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছে তাতে তারা অত্যন্ত অসন্তুষ্ট এবং হতাশ। ওই প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত উদ্বেগ এবং আতঙ্কের। সুসময়ের বন্ধুর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনওরকম ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
বলিউডি ছবির সিংহভাগ অংশ বক্স অফিস থেকে পাওয়া লাভের ওপর নির্ভরশীল। তারই মধ্যে হল এড়িয়ে এই ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি তাদের অন্য পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement