শ্রীনগর: সীমান্তে (Border)কি ফের অনুপ্রবেশের (infiltration) তৎপরতা (increase) বাড়ছে? ভারতীয় গোয়েন্দা (Indian Intel) সূত্রে তেমনই ইঙ্গিত। এলওসি (LOC)থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লস্কর-ই-তইবা (Lashkar-e-taiba), জইশ-ই-মহম্মদের ( Jaish-e-Mohammed) মতো একগুচ্ছ জঙ্গি সংগঠনের (terror outfit) শিবির (camp) ও লঞ্চপ্যাড (launchpad) সরিয়ে আনা হয়েছে বলে খবর। এ দেশের গোয়েন্দাদের ধারণা, অনুপ্রবেশের তৎপরতা বাড়াতেই এভাবে ঘুঁটি সাজাচ্ছে পড়শি দেশ।


কী জানা গেল? 
গোয়েন্দা সূত্রে খবর, এই জঙ্গি শিবির ও লঞ্চপ্যাডগুলি সরাসরি নিয়ন্ত্রণ করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। নির্দিষ্ট করে বললে এলওসি লাগোয়া এলাকায় জঙ্গি শিবির ও লঞ্চপ্যাড তৈরিতে আইএসআই প্রত্যক্ষ ভাবে সাহায্য করেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। শুরু তাই নয়, সন্ত্রাসবাদীদের নানা প্রশিক্ষণও দিচ্ছে তারা। এর মধ্যেই ড্রোনের মাধ্যমে অন্তত ৩০০ টি ছোট অস্ত্র এদেশে ফেলে গিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির ধারণা, অনুপ্রবেশকারী জঙ্গিদের জন্যই ওই অস্ত্রের ব্যবস্থা। মূলত শ্রীনগর ও সংলগ্ন এলাকায় অস্ত্রগুলি ফেলা হয়েছে। 'হাইব্রিড কিলিং'-র বাড়বাড়ন্ত ঘটাতেই পুরো ছক, মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের আশঙ্কা সত্যি হলে আরও বড় বিপদের অশনি সঙ্কেত রয়েছে। কারণ সূত্রের খবর, লস্কর ও জইশের অন্তত ৫০ জন জঙ্গি এর মধ্যেই অনুপ্রবেশ করেছে এ দেশে। সম্ভবত শ্রীনগরে কোথাও ঘাপটি মেরে রয়েছে তারা। এখন শুধু নির্দেশের অপেক্ষা। 


ঘাপটি মেরে জঙ্গিরা...
সূত্রের খবর, তালিবান আফগানিস্তান পুনর্দখলের পর বহু প্রশিক্ষিত জঙ্গি পেশোয়ার, বাহওয়ালপুর এবং মুজফফরাবাদে গা ঢাকা দিয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে অনুপ্রবেশ করতে পারে তারা। এখনও পর্যন্ত যা খবর, তাতে মানশেরা, মুজফফরাবাদ এবং কোটলি--পাক-অধিকৃত কাশ্মীরের এই তিন জায়গায় জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে। লস্কর, জইশ ছাড়াও অল-বদর এবং হরকত-উল-মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী সংগঠনও শিবির করেছে সেখানে। ঘটনা হল, গত বেশ কিছু দিন ধরে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা লাগাতার ব্যর্থ করছে নিরাপত্তাবাহিনী। কিন্তু সূত্রের খবর যে হারে অনুপ্রবেশের চেষ্টা চলছে, তা ঘুম কেড়েছে প্রশাসনের। প্রসঙ্গত, বুধবারই সন্দেহভাজন দুই জইশ জঙ্গিকে এনকাউন্টারে হত্যা করে জন্মু ও কাশ্মীর পুলিশ। এদের মধ্যে একজনের নাম মহম্মদ রফি এবং দ্বিতীয় জনের নাম কাইজের আশরাফ। রফি সোপোরের বাসিন্দা। কাইজের থাকত পুলওয়ামায়। 
এই ঘটনার পর দিনই চাঞ্চল্যকর তথ্য় ভারতীয় গোয়েন্দা সূত্রে। 


আরও পড়ুন:'ব্যক্তিত্বহীন, দো আঁশলা লোক,' রাজ্য সভাপতি সুকান্তকে আক্রমণ অনুপমের