কলকাতা: রবিবার রাতে কপ্টার দুর্ঘটনায় (Iran Copter Crash Death) মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রীর। এই ঘটনায় তুমুল আলোড়ন শুরু হয়েছে বিশ্বের রাজনীতিতে। বিশেষ করে আলোড়ন চলছে পশ্চিম এশিয়ার দেশগুলির (ebrahim raisi chopper crash) রাজনীতিতে। এর আগেও বিশ্বের একাধিক রাজনীতিবিদ এবং রাষ্ট্রনেতা বিমান ও কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এমন ঘটনা দেখেছে আমাদের দেশও। ভারতের ইতিহাসে বহু রাষ্ট্রনেতার দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীর মৃত্যুর ঘটনার আবহে একবার ফিরে দেখা যাক ভারতের কোন কোন রাষ্ট্রনেতা, রাজনীতিবিদকে আমরা বিমান বা কপ্টার দুর্ঘটনায় হারিয়েছি।
সঞ্জয় গাঁধী:
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ছোট ছেলে সঞ্জয় গাঁধী মাত্র ৩৩ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান। সফদরজঙ্গ বিমানবন্দর থেকে উড়েছিল সেই বিমান, সেটাই দুর্ঘটনায় পড়ে। ঘটনাটি ঘটেছিল ১৯৮০ সালের ২৩ জুন।
মাধবরাও সিন্ধিয়া:
বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মাধবরাও সিন্ধিয়া। গোয়ালিয়র রাজ পরিবারের সদস্য মাধবরাও সিন্ধিয়া। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর বিমান দুর্ঘটনায় মারা যান মাধবরাও সিন্ধিয়া। উত্তরপ্রদেশের কানপুরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
জিএমসি বালাযোগী:
২০০২ সালে মার্চে লোকসভার তৎকালীন স্পিকার এবং তেলগু দেশমের নেতা জিএমসি বালাযোগী অন্ধপ্রদেশে কপ্টার দুর্ঘটনায় মারা যান। খবরে প্রকাশ, কম দৃশ্যমানতার কারণে কপ্টারের চালক একটি পুকুরে কপ্টার ল্যান্ড করানোয় দুর্ঘটনা ঘটেছিল।
ওপি জিন্দল:
হরিয়ানার শক্তি মন্ত্রী ছিলেন শিল্পপতি ওপি জিন্দল। উত্তরপ্রদেশের সাহারানপুরে ২০০৫ সালে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। তাঁর সঙ্গে থাকা হরিয়ানার কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিংহও মারা যান।
সি সাংমা:
২০০৪ সালের সেপ্টেম্বর। ভয়াবহ কপ্টার দুর্ঘটনা ঘটেছিল মেঘালয়ে। তৎকালীন মেঘালয় সরকারের মন্ত্রী সি সাংমা (Cyprian Sangma) এবং তিন বিধায়ক এবং আরও ৬ জন কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।
সুরেন্দ্র নাথ:
১৯৯৪ সালের জুলাই। পঞ্জাবের রাজ্যপাল এবং হিমাচল প্রদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাজ্যপাল সুরেন্দ্র নাথ গোটা পরিবার-সহ বিমান দুর্ঘটনায় পড়েন। সুরেন্দ্র নাথ এবং তাঁর পরিবারের ৯ জন সদস্য ওই দুর্ঘটনায় মারা যান।
ওয়াইএসআর:
কংগ্রেস নেতা ওয়াই এস রাজশেখর রেড্ডি, যিনি YSR- নামেই বেশি পরিচিত। কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তিনিও। ২০০৯ সালের ঘটনা। কপ্টার দুর্ঘটনার প্রায় গোটা একটা দিন পরে তাঁর দেহের খোঁজ মিলেছিল।
দেরা নাতুং:
অরুণাচল প্রদেশের শিক্ষামন্ত্রী ছিলেন ২০০১ সালে কপ্টার দুর্ঘটনায় মারা যান। ওই ঘটনায় মন্ত্রী-সহ মোট সাতজন মারা যান।
এছাড়াও সাম্প্রতিক ইতিহাসে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কপ্টার দুর্ঘটনায় মারা যায়। ২০২১ সালের ৮ ডিসেম্বর নীলগিরি এলাকায় ভেঙে পড়ে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার। তাঁর সঙ্গেই তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিভিন্ন বাহিনীর আরও ১১ জন আধিকারিক মারা যান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আমডাঙায় 'দাবাং' পুলিশ! তাড়া খেয়ে পাটক্ষেতে লুকোল দুষ্কৃতীরা