এক্সপ্লোর
Advertisement
আঙুলে অত বড় হিরের আংটি কেন, চুপি চুপি পাত্র বেছে ফেললেন মৌনী?
গোটা লকডাউনটা দুবাইতে আটকে ছিলেন মৌনী। এখন রয়েছেন লন্ডনে, একটি ছবির শ্যুটিংয়ে।
মুম্বই: সংবাদ শিরোনামে থাকাটা মৌনী রায়ের অভ্যেস। তাঁর ব্যক্তিগতই হোক বা পেশাদারি জীবন, মৌনীর জীবনের খুঁটিনাটিতে সব সময় নজর রাখতে ভালবাসেন তাঁর অনুরাগীরা। কিন্তু এবার মনে হচ্ছে, মৌনী একখানা কাণ্ড ঘটিয়েছেন। তাঁর অনামিকার একটা বড়সড় হিরের আংটি সক্কলের নজর কেড়েছে।
গোটা লকডাউনটা দুবাইতে আটকে ছিলেন মৌনী। এখন রয়েছেন লন্ডনে, একটি ছবির শ্যুটিংয়ে। মোহিত রায়নার সঙ্গে ব্রেক আপের পর থেকে প্রেম ট্রেম নিয়ে মোটামুটি তিনি মুখ বন্ধই রাখেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, তাঁর আঙুলে এক বিশাল হিরের আংটি।
শোনা যাচ্ছে, মৌনী নাকি এখন ডেট করছেন ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে। যদিও এই দাবি হইচই করে অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, অয়ন তাঁর শুধুই বন্ধু, আর কিছু নয়।
মৌনীকে এরপর দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে, অমিতাভ বচ্চন, নাগার্জুন, রণবীর কপূর ও আলিয়া ভট্টের সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement