কলকাতা: ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ইসরো চিফ এস সোমনাথ। আদিত্য় এল ১ অভিযানের দিনই তাঁর ক্যানসার ধরা পড়ে। সমস্যা শুরু হয়েছিল তার আগে থেকেই। চন্দ্রযান ৩ মিশনের সময় থেকেই নাকি শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। শরীরে কিছু গড়বড় হচ্ছে তা বুঝতে পারছিলেন এস সোমনাথ। তার পর চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। এর পর জানা যায় শরীরের ভিতর কোশের একটি অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে। যাকে ক্যানসার বলেই মনে করছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, ক্যানসার হওয়ার খবর এস সোমনাথ যেদিন পান, সেদিনই ছিল আদিত্য এল ১ লঞ্চের তারিখ। অর্থাৎ ব্যক্তিগত ও পেশাগত দুই জীবনেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। তবে দুটি চ্যালেঞ্জেই সাফল্য এসেছে। সফলভাবেই আদিত্য় এল ১-এর উৎক্ষেপণ করে ইসরো। এর পর ক্যানসারের সঙ্গে লড়াইয়েও মিলেছে সাফল্য। তবে চেকআপ চলছে। কারণ, ক্যানসারের ফিরে আসার প্রবণতা উড়িয়ে দেওয়া যায় না কখনওই।


বড় ধাক্কা খান সোমনাথের পরিবার ও সহকর্মীরা


ক্যানসার হওয়ার খবর চমকে দিয়েছিল সবাইকেই। শুধু এস সোমনাথ নন, তার পরিবার ও সহকর্মীরাও হতবাক হয়ে পড়েছিলেন। প্রাথমিক পরীক্ষায় ক্যানসার ধরা পড়ার পর তিনি চেন্নাই রওনা দেন। টারমাক মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চেন্নাই গিয়ে আরও বেশ কিছু পরীক্ষা করাতে হয়। সেই পরীক্ষা করানোর পর নিশ্চিত হন ক্যানসারের ব্যাপারে। এর পরই তাঁর চিকিৎসা শুরু হয়ে যায়। প্রসঙ্গত, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর সূর্যের পর্যবেক্ষক যান আদিত্য এল ১ পৃথিবী থেকে উৎক্ষেপিত হয়। সেই উৎক্ষেপণের দিনই ধরা পড়েছিল ক্যানসারের কথা। 


অস্ত্রোপচারের পর নিতে হয় কেমো


টিউমারটি ধরা পড়ার পরেই তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। সেইমতো তিনি অস্ত্রোপচার করেন। এর পর তাঁকে কেমোথেরাপি নিতে হয়। প্রাথমিকভাবে এটা বড় ধাক্কা হলেও আপাতত সেসব সামলে উঠেছেন বলেই জানিয়েছেন এস সোমনাথ। ক্যানসার হলে চিকিৎসাই একমাত্র সমাধান বলে বুঝতে পেরেছেন তিনি। ইন্টারভিউতে তাঁকে এমনটাও বলতে শোনা যায়।


ক্যানসার নিরাময় নিয়ে ছিল অনিশ্চয়তা


সোমনাথ সংবাদমাধ্যমকে বলেন, ক্যানসার সারিয়ে তোলা সম্ভব কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল মনে। যে সময় তাঁর চিকিৎসা চলছিল, তখন এমনটাই মনে হয়েছিল। কিন্তু চিকিৎসার শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন সোমনাথ। তাঁর কথায়, খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। মাত্র চারদিন হাসপাতালে কাটিয়েই ইসরোতে কাজে ফিরতে পেরেছিলেন সোমনাথ। বর্তমানে নিয়মিত চেকআপের মধ্যেই রয়েছেন ইসরো চিফ।


আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক