নয়া দিল্লি: ভূস্বর্গে হিমাঙ্কের নিচেই রয়েছে তাপমাত্রা। প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র হয়ে উঠেছে ভূস্বর্গ। তবে সোমবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেক জেলায় তুমুল তুষারপাতের (Snowfall) সতর্কতা জারি করেছে। বান্দিপুর, বারামুল্লা এবং কুপওয়ারায় চরম বিপদের আশঙ্কা করছে।                                                             


প্রবল তুষারপাতের জেরে একাধিক জেলায় ঘনিয়ে আসতে পারে বিপর্যয়। এই অঞ্চলে বসবাসকারীদের ইতিমধ্যেই অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। তুষারপাত-প্রবণ এলাকায় প্রবেশ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। চলতি শীতে উপত্যকায় বরফের দেখা না মেলায় খানিক হতাশ হয়েছিল পর্যটকেরা। তবে শীতের শেষলগ্নে প্রবল তুষারপাত কাশ্মীর  জুড়ে।  


অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। রাস্তায় বরফ কাটতে মাঠে নামানো হয়েছে জেসিবি মেশিন। অন্যদিকে জম্মু-কাশ্মীরে ব্যাপক তুষারপাতের জেরে শ্রীনগরে দৃশ্যমানতা শূন্যের নিচে নেমে গিয়েছে। সে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর । আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে ত্রিকূট পাহাড়ে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই প্রতিকূল পরিবেশের কারণে। দেশ-বিদেশ থেকে বহু ভক্ত কাটরা থেকে ১৪ কিলোমিটার, বিপদসঙ্কুল পাহাড়ি চড়াই রাস্তা পেরিয়ে আসেন একবার, বৈষ্ণোদেবীর দর্শন পেতে। এই মন্দিরে দেবী সরস্বতী, লক্ষ্মী ও কালীরূপ শিলা রূপে অবস্থান করেন। তবে এই পরিস্থিতিতে বৈষ্ণো দেবী মন্দিরেও রয়েছে বাড়তি সতর্কতা।                    


আরও পড়ুন, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা, মাঝ মাঘেই পাততাড়ি গোটাল শীত? আর ফিরবে না?


পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ভারী তুষারপাতের সতর্কবার্তা দিল মৌসম ভবন। সেই সঙ্গে আশঙ্কা করা হয়েছে তুষারঝড়ের। ৬ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে দেওয়া হয়েছে ইঙ্গিত।                                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে