নয়াদিল্লি: প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে কোনও রকম কর্মসূচী করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করল নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারের দিল্লি হাইকোর্টের নির্দেশের প্রতি আলোকপাত করার অনুরোধ হচ্ছে।
যে নির্দেশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে কোনও ধরনের বিক্ষোভ, ধর্না, জমায়েত করা থেকে সবাই যেন বিরত থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দৃঢ়ভাবে ক্যাম্পাসের মধ্যে যে কোনও ধরনের সহিংসতা বা শৃঙ্খলাভঙ্গের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তাই সমস্ত স্টেক হোল্ডারদের কাছে অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন এই ধরনের যেকোনও কর্মসূচী করা থেকে বিরত থাকেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিল মাসের প্রথমে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক পড়ুয়া। তারপরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে জেএনইউ ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসেছিলেন ওই পড়ুয়া। এই ঘটনার পিছনে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির চার সদস্য রয়েছে বলে সেই সময় অভিযোগ করেছিল এসএফআইয়ের নেতৃত্বাধীন ছাত্র সংসদ। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল এবিভিপির তরফে। অভিযোগকারিণী এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি ছাত্র সংসদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। তাঁর ধর্নার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতরের ১০০ মিটার মধ্যে যাতে কোনও বিক্ষোভ বা ধর্না না হয় তার জন্য কড়া পদক্ষেণ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।