কলকাতা: আজই কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি ও শনি। এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। প্রায় ৪০০ বছর পর হতে চলেছে ইতিহাসের পুনরাবৃত্তি। ২১ ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন, দীর্ঘতম রাত। বিশেষ এই দিনেই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ। আর এই দিনকে উদযাপন করতে বিশেষ ডুডুল প্রস্তুত করেছে গুগল।

কোনও মহান ব্যক্তির জন্মদিন বা কোনও বিশেষ দিন অথবা কোনও সাম্প্রতিক ঘটনা নিয়ে ডুডল তৈরি করে থাকে গুগুল। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটল না। ছবিতে দেখা যাচ্ছে, বৃহস্পতি এবং শনি কাছাকাছি এসে হাই-ফাইভ করছে। জ্যোতির্বিজ্ঞানের অঙ্ক বলছে, বৃহস্পতি তার প্রতিবেশীর কাছাকাছি আসে ১৯ বছর ৭ মাস পর। তবে এতটা কাছাকাছি শেষবার এসেছিল ১৬২৩ সালে। ২০৮০ সালে আবার তারা একে অপরের কাছাকাছি আসবে।

বিরল মহাজাগতিক ঘটনা নাম 'গ্রেট কনজাংশন'। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ দুই বৃহদাকার গ্রহ অবস্থান করবে শূন্য দশমিক এক ডিগ্রি কৌণিক দূরত্বে। এর ফলে সূর্যাস্তের পর পৃথিবী থেকে দু’টি গ্রহকেই দেখা যাবে একই আকারের। বিকেল ৫টা থেকে তা দেখা যাবে খালি চোখেই। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পাশাপাশি থাকলেও সৌরমণ্ডলের সবচেয়ে বড় দু’টি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ ঘটনা।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ডেভিড ভেন্ট্রব বলেন, সাধারণত এই ধরনের ঘটনা কোনও মানুষের জীবনে একবারই ঘটতে পারে।

Education Loan Information:

Calculate Education Loan EMI