চারধাম যাত্রা শুরু হওয়ার পর ভিড়ে থিক থিক করছে কেদারনাথ, বদ্রীনাথ। এরই মধ্যে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ৭ যাত্রী। হেলিকপ্টারে চেপে কেদারনাথে যাতায়াত করছিলেন ৭ যাত্রী। সেই সময় ঘটে যেচে চলেছিল ভয়ঙ্কর এক ঘটনা। কিন্তু বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তাঁরা।

  


স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই আবহাওয়া মন্দ। খারাপ আবহাওয়ায় বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। ৭ যাত্রীকে নিয়ে বেসামাল হয়ে কপ্টারটি জরুরি অবতরণ করান পাইলট। সেটাও সহজ ছিল না।


নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে মাটির কাছাকাছি ঘুরতে থাকে কপ্টার। এই সময় জরুরি অবতরণ খুব কঠিন হয়ে পড়ে। তখন পাইলট  অসম্ভব দক্ষতার সঙ্গে নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ করান। ভাগ্যক্রমে বাঁচেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা।                    


দেখুন ভিডিও : 






হেলিকপ্টারের পাইলট কল্পেশ অতে দ্রুত, দক্ষ হাতে হেলিপ্যাডের কাছাকাছি একটি খোলা মাঠে হেলিকপ্টারটি অবতরণ করান। হেলিকপ্টারটি সোজা ভাবেই ল্যান্ড করাতে হয়। জার জেরে একটি অংশের সামান্য ক্ষতি হয়। তবে যাত্রীদের ক্ষতি হয়নি। একটু এদিক - ওদিক হলেই ঘটে যেতে পারত বিরাট দুর্ঘটনা।  


এই বছর, চার ধাম যাত্রা শুরু হয়েছে ১০ মে।  গঙ্গোত্রী, যমুনোত্রী , কেদারনাথ, বদ্রীনাথ, চার ধাম।  অক্ষয় তৃতীয়ার পর একে একে খুলেছে মন্দিরগুলি।  হিন্দুধর্মে চারধাম যাত্রার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই যাত্রা সাধারণত এপ্রিল-মে থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত হয়। বিশ্বাস করা হয় চারধাম যাত্রা শুরু করা দরকার যমুনোত্রী থেকে । গঙ্গোত্রী হয়ে, কেদারনাথ হয়ে, বদ্রীনাথে শেষ হয়।  তীর্থযাত্রীদের বিপুল ভিড় নিয়ন্ত্রণ করতে, উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রায় যেতে হলে আগত সমস্ত তীর্থযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। হরিদ্বার ও হৃষিকেশে অফলাইন রেজিস্ট্রেশন আপাতত বন্ধ। এখন অনলাইন রেজিস্ট্রেশনের করলে , তবেই ভক্তরা চারধাম যাত্রায় যেতে পারবেন।     


আরও পড়ুন : 


ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?