এক্সপ্লোর
Advertisement
এবার কেজরিবালকে ‘দুর্নীতিগ্রস্ত’, ‘সন্ত্রাসবাদী’ বললেন দিল্লির নবনির্বাচিত বিজেপি বিধায়ক
কেজরিবালকে জঙ্গি বলা বিজেপির নতুন ব্যাপার নয়। ভোটপ্রচারেও তাঁকে সন্ত্রাসবাদী বলেছিলেন বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা। এজন্য তাঁর ভোটপ্রচারে নিষেধাজ্ঞাও জারি করে নির্বাচন কমিশন।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি, জেপি নড্ডা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। তবে তারপরও অরবিন্দ কেজরিবালকে আক্রমণে বিরতি নেই বিজেপি নেতাদের। দিল্লির বিধানসভা ভোটে হেরেও প্রচার পর্বের মতোই আমআদমি পার্টি (আপ) প্রধানকে সমান তালে নিশানা করে চলেছেন তাঁরা। এবার মুখ্যমন্ত্রী কেজরিবালকে দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল তকমা দিলেন বিজেপি বিধায়ক ও পি শর্মা। যে আট বিজেপি প্রার্থী এবার দিল্লিতে জিতেছেন, তাঁদের অন্যতম তিনি। বিশ্বাসনগর থেকে নির্বাচিত এই বিধায়ক বলেছেন, অরবিন্দ কেজরিবাল একজন দুর্নীতিগ্রস্ত লোক। তিনি সন্ত্রাসবাদীদের সহমর্মী, পাকিস্তানি সেনাপ্রধানের ভূমিকা পালন করেন। ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করেন, টুকড়ে টুকড়ে বাহিনীকে সমর্থন করেন। বস্তুত, সন্ত্রাসবাদী শব্দটাই তাঁর ক্ষেত্রে যথার্থ।
কেজরিবালকে জঙ্গি বলা বিজেপির নতুন ব্যাপার নয়। ভোটপ্রচারেও তাঁকে সন্ত্রাসবাদী বলেছিলেন বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা। এজন্য তাঁর ভোটপ্রচারে নিষেধাজ্ঞাও জারি করে নির্বাচন কমিশন। ভার্মা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ, অবস্থানে বসা শাহিনবাগের প্রতিবাদীদের সমর্থন করায় তাঁকে জঙ্গি বলেন তিনি। একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, শাহিনবাগের বিক্ষোভকারীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীরা তাদের পাশে থাকলে তাঁকে সন্ত্রাসবাদী বলাই যায়।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও একজন নৈরাজ্যবাদীর সঙ্গে সন্ত্রাসবাদীর খুব পার্থক্য নেই বলে মন্তব্য করে বলেন, কেজরিবাল এখন দুঃখী দুঃখী মুখ করে বলছেন, আমি সন্ত্রাসবাদী? আপনি একজন সন্ত্রাসবাদীই, সেটা প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণও আছে। আপনি নিজেই বলেছেন, আপনি নৈরাজ্যবাদী। দুয়ের মধ্য়ে খুব একটা পার্থক্য নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement