এক্সপ্লোর
Advertisement
স্যামসাং আনছে উইন্ড ফ্রি এসি, জেনে নিন বৈশিষ্ট্য
এসিটি চালাতে হবে উইন্ড ফ্রি কুলিং মোডে। এর ফলে ঘর তো ঠাণ্ডা হবেই, বাতাসও পরিষ্কার হবে।
কলকাতা: স্যামসাং আনতে চলেছে উইন্ড ফ্রি টেকনোলজির এয়ারকন্ডিশনার। তাদের দাবি, গ্রাহকরা এ ধরনের এয়ারকন্ডিশনার আগে হাতে পাননি। এসি চললে আপনার ত্বকে যে ঠাণ্ডা হাওয়ার শিহরণ লাগে, এই এসি অব্য়াহতি দেবে তা থেকে।
এসিটি চালাতে হবে উইন্ড ফ্রি কুলিং মোডে। এর ফলে ঘর তো ঠাণ্ডা হবেই, বাতাসও পরিষ্কার হবে। তা ছাড়া বিদ্যুৎও সাশ্রয় করবে এই এসি। কোম্পানির দাবি, এর মধ্যে এমন একটি ফিল্টার আছে যা আপনার ঘরকে সাফ সুতরো থাকতে সাহায্য করবে। বাইরে থেকে আসা দূষিত হাওয়া ভেতরে ঢুকতে দেয় না এই ফিল্টার।
পাশাপাশি বাতাসে মিশে থাকা নানা জিনিস এবং ধূলিকণাকে ভেতরে আসতে দেয় না এই এসি। এমনকী আটকে দেয় ভাইরাস ও ব্যাক্টিরিয়াকে। এতে রয়েছে আর৩২ রেফ্রিজারেন্ট আর বিশেষ একটি এআই অটো কুলিং ফিচার, যা ঘরের বাইরের আর ভেতরের তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখে। তা ছাড়া মোবাইলেও নিয়ন্ত্রণ করা যাবে একে, মোবালের মাধ্যমে করা যাবে অন অফ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement