ব্রতদীপ ভট্টাচার্য, হিন্দোল দে, কলকাতা : তিলোত্তমা ফুঁসছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব সারা বাংলা। ধর্ষণ - খুন কাণ্ডের প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছেন মেয়েরা। এরই মধ্যে সন্ধের শহরে দক্ষিণ কলকাতার অভিযাত পাড়ায় ঘটে গেল চূড়ান্ত অপ্রীতিকর ঘটনা। হামলা হল অভিনেত্রীর গাড়িতে। অভিযোগ, আক্রোশে এক বাইক আরোহী ভেঙে দেয় তাঁক গাড়ির কাচ। ঘটনার পরই পায়েল সোশ্যাল মিডিয়ায় লাইভ হন ও তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। 'এই কি আমার চেনা শহর কলকাতা ?' প্রশ্ন তোলেন অভিনেত্রী। এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এবার তো একা বেরতেই ভয় করবে। কাউকে সঙ্গে নিয়ে বেরতে হবে। 


লেক অ্য়াভিনিউয়ে অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি একজন সেনা অফিসার বলে জানা গিয়েছে।  টালিগঞ্জ থানার পুলিশ শুক্রবার তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে।  ধৃত বাইক আরোহী এম আই আরাসান সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার । তিনি আলিপুরের কমান্ড হাসপাতালে কর্মরত বলে পুলিশ সূত্রে খবর।


অভিনেত্রীর বিরুদ্ধেও সেনা অফিসারের মোটরবাইকে ধাক্কা মারার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য উত্তাল, তখন কলকাতার জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিয়ে তুলেছেন অভিনেত্রী। স্থানীয়দের তৎপরতায় বাইক চালক ধরা পড়ে বলে দাবি পায়েল মুখোপাধ্যায়ের। তাঁর দাবি, ধরা পড়ার পর নাকি ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত , তাঁকে কে কী করবে।  আর 'কেউ কিছু করতে পারবে না' এই মনোভাবটাই মানুষকে বেপরোয়া করে তুলছে, দাবি অভিনেত্রীর। 


অভিযোগ, গতকাল ভরসন্ধেয় লেক অ্যাভিনিউয়ে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়ির সঙ্গে সেনা অফিসারের বাইকের সংঘর্ষ হয়। তারপরই রাস্তা আটকে ওই বাইক আরোহী অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। আতঙ্কে গাড়ি থেকে নামতে চাননি অভিনেত্রী। সেই সময় গাড়ির জানলার কাচে ঘুষি মারতে শুরু করেন ওই ব্যক্তি। তিন বারের ঘুষিতে কাচ ভেঙে যায়। তারপর তিনি গাড়ির ভেতর হাত ঢোকানোর চেষ্টা করেন বলে দাবি পায়েলের।  তখনই স্থানীয় মানুষের তৎপরতায় ওই বাইকচালক ধরা পড়ে। 


আরজি কর আবহে এই ঘটনা আবারও একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। প্রশ্ন উঠছে সন্ধেবেলা কোন সাহসে ওই ব্যক্তি এক মহিলার গাড়ির উপর চড়়াও হলেন ! 


আরও পড়ুন :


পলিগ্রাফ টেস্টের অনুমতি, ৬ সেপ্টেম্বর অবধি জেল হোফাজত সঞ্জয়ের