কলকাতা: লোকসভা ভোটে কলকাতা সহ রাজ্যের একাধিক পুরসভা এলাকায় খারাপ ফল হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC)। এর জেরে সোমবার নবান্নের সভাঘরে বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বৈঠকে পুর পরিষেবা নিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। নাগরিকদের কেন ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যারা তাঁর কথা শুনবে না তাদের দূর করার দেন হুঁশিয়ারি। 


বৈঠকে গড়িয়াহাট ও হাতিবাগানের কথা উল্লেখ করে কলকাতা পুরসভাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। কেন রাস্তার ফুটপাথ পুরোপুরি দখল করে সাধারণ মানুষের অসুবিধা করা হচ্ছে তা জানতে চান। এর জন্য টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। অবিলম্বে ফুটপাথ থেকে হকারদের সরানোর ব্যবস্থা করার জন্য তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি।


আরও পড়ুন: Britannia: তারাতলায় বন্ধ ব্রিটানিয়া কোম্পানির কারখানা, কর্মহীন একাধিক


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন ও কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় দেখা যায়, সেক্টর ফাইভ এলাকায় রাস্তার ফুটপাথ দখল করে তৈরি দোকান সরানোর জন্য হকারদের সঙ্গে কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে। একই দৃশ্য চোখে পড়ে সল্টলেকের ওয়েবেল এলাকায়। দেখা যায়, ফুটপাথ দখলের পর রাস্তার পাঁচ ফুট এলাকা জবরদখল করে দোকান করার জন্য হকারদের সেগুলি সরিয়ে নিতে বলা হচ্ছে। 


হাতিবাগানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভপ্রকাশের পরেই তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। হাতিবাগানে রাস্তার ওপর পাঁচ ফুট এলাকা দখল করে তৈরি করা দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ দিতে দেখা যায় তাদের। 


সোমবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠকের সময় গড়িয়াহাট ও হাতিবাগানের কথা উল্লেখ করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, " রাস্তায় ময়লা ফেলে চারিদিক নোংরা করে রেখেছে। সাধারণ মানুষের অসুবিধা করে কেউ কেউ রাস্তা জবরদখল করিয়ে টাকা নিচ্ছে। এই সমস্ত চলতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। না হলে যাদের জন্য এসব হচ্ছে তাদের ভোটে দাঁড়াতে দেব না।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যাল এন্ট্রাস! মোদিকে চিঠি দিয়ে দাবি মমতার