ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: এসি চালানো নিয়ে অ্যাপ ক্যাব (App Cab) চালকের সঙ্গে বচসা। অভিযোগ, তার জেরে মেরে তথ্যপ্রযুক্তি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকী, তাঁর স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টারও অভিযোগ উঠেছে। তদন্তে নিউ মার্কেট থানার পুলিশ (New Market Police Station)।


সংস্থার থেকে না বললেও, করোনা পরিস্থিতিতে অ্যাপ ক্যাবে এসি চালাতে চাইছেন না অনেক চালকই! এই পরিস্থিতিতে, এসি চালানো নিয়ে বচসার জেরে মেরে এক তথ্য প্রযুক্তি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। এমনকী, তাঁর স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাও করা হয়!


রবিবার, ধর্মতলায় শপিং করতে গেছিলেন, বাগুইআটির বাসিন্দা এই দম্পতি! ফেরার সময় তাঁরা অ্যাপ ক্যাবে ওঠেন। অভিযোগ, স্ত্রীর অসুস্থতার কারণে, এসি চালানোর অনুরোধ জানানোয় অস্বীকার করেন চালক। এরপর, চালক নিজের পছন্দের রুটে যেতে চাওয়ায় বচসা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি, স্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন অ্যাপ ক্যাব চালক। 


গাড়ি থেকে নেমে দম্পতি, ১০০ ডায়ালে ফোন করেন! কলকাতা পুলিশের (Kolkata Police) ‘বন্ধু অ্যাপে’ও অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই, তদন্তে নেমেছে নিউ মার্কেট থানার পুলিশ। 


অন্যদিকে, এই একই দিনে স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফেরানোর অভিযোগে ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। ৩ নভেম্বরের মধ্যে জবাব তলব করা হয়েছে। গত দেড়মাসে স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার ১০টি অভিযোগ স্বাস্থ্য কমিশনে জমা পড়েছে। তার মধ্যে ৩ নভেম্বর ৭টি মামলার শুনানি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন: Tripura TMC Update: অভিষেকের সফরের আগেই ত্রিপুরা বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল


আরও পড়ুন: School Reopening Guidelines: স্কুল খোলার প্রস্তুতি শুরু রাজ্যে, গাইডলাইন খসড়ায় কী কী জানান হল?