কলকাতা: স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে নতুন ‘পিএম পোষণ’ প্রকল্প চালু করল কেন্দ্র। প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই প্রকল্পে প্রথমবার অন্তর্ভুক্ত করা হচ্ছে ৩-৫ বছরের শিশুদের। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বালবটিকা’। দেশজুড়ে ১১ লক্ষ ২০ হাজার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই প্রকল্পের সুবিধা পাবে। আগামী ৫ বছর জন্য বরাদ্দ করা হয়েছে  ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা।কেন্দ্রের এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু লিখেছেন, 'স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নাম বদলে ‘পিএম পোষণ’ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে কোনও নতুনত্ব নেই, ৬০:৪০ অনুপাতে খরচ কেন্দ্র ও রাজ্যের। তাহলে নতুন নাম কেন, শুধুমাত্র সমস্ত প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম ঢোকানোর জন্য? MDM থেকে P(N)M। আমরা প্রতিবাদ করছি।'


এদিকে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। আজও সাতশোর কোটায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হল ১৫,৬৮,৩২১ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৮০ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল মৃত্য়ু হয়েছিল ১৩ জনের। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৭৭৮ জন। উল্লেখ্য, রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। একপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৩ জন হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের। 


উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪০ জন। এনিয়ে রাজ্যে সুস্থ হলেন মোট ১৫,৪১,৯৬৩ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। অন্যদিকে দেশে ফের ২০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০।  


আরও পড়ুন: লটারিতে কোটিপতি হয়ে ঘুম উড়েছে মুদিখানা দোকানের দিনমজুরের