প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে বিনয় মিশ্র ও লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ED সূত্রে খবর, তাদের আবেদনে সাড়া দিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারপতি পঙ্কজ শর্মা।
কয়লা পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, লালা ওরফে অনুপ মাজির ঘনিষ্ঠের বিরুদ্ধেও।
ইডি সূত্রে খবর, কয়েক দিন আগে বিনয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনে তারা দাবি করে, কয়লাকাণ্ডে বিনয় মিশ্রকে ৪বার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু, তারপরও তিনি ফেরার।
ইডির তরফে আদালতে বলা হয়, বিনয় বিদেশে পালিয়েছেন। এরপরই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে!
অন্যদিকে, ইডি সূত্রে খবর, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার
অ্যাকাউন্ট্যান্ট, নীরজ সিংয়ের বিরুদ্ধেও। আদালতে ইডি দাবি করেছে, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার অ্যাকাউন্ট্যান্ট নীরজ সিং দেশে থাকলেও, ৯ মাস ধরে বেপাত্তা!
নীরজের মাধ্যমেই কলকাতা থেকে কয়লা পাচারের টাকা যেত প্রভাবশালীদের কাছে। এরপর তাঁর বিরুদ্ধেও, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর কয়লাপাচার কাণ্ডে তদন্তে নেমে প্রথম গ্রেফতার করে সিবিআই। এদিন, কয়লাপাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজির ৪ সঙ্গীকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছিল, ‘আসানসোল-বাঁকুড়া থেকে ৪ কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ নয়, ‘দোকানে রেশন’-এর দাবি জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের