এক্সপ্লোর
Advertisement
ABP Ananda Sharad Samman : দর্শকদের মন জিতে এবিপি আনন্দ-র শারদ আনন্দ সম্মান পেল আজ কোন কোন পুজো ?
করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনে চলছে উমার আরাধনা। এরই মাঝে দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল শারদ আনন্দ সম্মান।
পুজো মানেই এখন নতুনত্বের লড়াই। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনে চলছে উমার আরাধনা। এরই মাঝে দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল শারদ আনন্দ সম্মান।
- খিদিরপুর ২৫ পল্লি
খিদিরপুর ২৫ পল্লির পুজোর বিষয় ভাবনা, কলকাতা বন্দরে, রাজবাড়ির অন্দরে। বন্দরের কর্মীদের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল ৭৭ বছরের এই পুজো। - সল্টলেক AE পার্ট ওয়ান
৩৮ তম বর্ষে সল্টলেক AE পার্ট ওয়ানের পুজোর বিষয় ভাবনা, নগর দর্পণ। পুজো এলে একটা শহর কীভাবে সেজে ওঠে সেটাই মূলত ছবি ও ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নগরসৃজনে সেরার শারদ আনন্দ শিরোপা ছিনিয়ে নিল এই পুজো।
আরও পড়ুন :পুজোয় কলকাতায় কবে কবে বৃষ্টি? দেখে নিন
- বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
৭১ বছরে পা দিয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। মণ্ডপ তৈরি হয়েছে চণ্ডীমণ্ডপের আদলে। তার চারধারে লোক শিল্পের নানা উপকরণ। উপস্থাপনার অনন্যতায় লোকশিল্প প্রয়োগে সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷ উত্তর, দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি৷ ষষ্ঠীর সকালে শরতের আকাশে মেঘ-রোদের লুকোচুরি। কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’ দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অষ্টমী থেকে দশমী। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement