Durga Puja 2021 : এবার পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন, হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি

পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জনের নতুন নজির তৈরি করল প্রশাসন ও কলকাতার দুই পুজো উদ্যোক্তা...

Continues below advertisement

কলকাতা : পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন। মুম্বই, দিল্লির ধাঁচে সেই সচেতনতা এবার কলকাতাতেও। নদী বা জলাশয়ে বিসর্জনের পরিবর্তে হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি। দুটি বারোয়ারি পুজো কমিটির পাশাপাশি সেই উদ্যোগে সামিল এবার কলকাতা পুরসভাও।

Continues below advertisement

পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জনের নতুন নজির তৈরি করল প্রশাসন ও কলকাতার দুই পুজো উদ্যোক্তা। তিন জায়গায় হোস পাইপ থেকে জল দিয়ে ধুয়ে ফেলা হয় দুর্গা প্রতিমাকে। 

প্রতিমায় ব্যবহৃত রঙে অনেক সময়ই থাকে সীসা, নিকেল, ক্রোমিয়ামের মতো বিষাক্ত রাসায়নিক।  তার জেরে বিসর্জনের পরে জলদূষণ উদ্বেগজনক হারে বেড়ে যায়। তা এড়াতে মণ্ডপেই বিসর্জনের ব্যবস্থা করা হয়। মুম্বই, দিল্লির ধাঁচে গত বছর থেকে পুজোয় এই নিয়ম চালু করেছে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী। এবারও হোস পাইপ থেকে জল দিয়ে মণ্ডপেই গলিয়ে দেওয়া হল তাদের দুর্গা প্রতিমা।  

আরও পড়ুন ; পুরসভার তদারকি-পুলিশি কড়়াকড়ির মধ্যে প্রতিমা নিরঞ্জন বাবুঘাটে

একই ছবি ধরা পড়েছে বেহালার আদর্শপল্লিতে। পরিবেশবান্ধব বিসর্জনের উদ্যোগ নিয়েছে প্রশাসনও। হেস্টিংসে গঙ্গাতীরবর্তী দইঘাটে দেখা গিয়েছে সেই ছবি। প্রতিমার রং যাতে গঙ্গার জলে না মেশে, তার জন্য নদীর পাড়ে আলাদা করে গড়ে তোলা হয়েছে লোহার কাঠামো। এখানেই হোসপাইপের মাধ্যমে ধুয়ে ফেলা হয় একাধিক প্রতিমা।

আরও পড়ুন ; বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, দূষণ রোধের জন্য এই প্রয়াস। মানুষ এটাকে গ্রহণ করলে পরে আরও বড় করে করব।

পরিবেশ বাঁচাতে যখন বিসর্জন বিধিতে বদল, তখন করোনা সুরক্ষায় সচেতনতা দেখা গিয়েছে ম্যাডক্স স্কোয়ারের পুজোয়। এবারের মতো বাতিল করা হয়েছে সিঁদুর খেলা। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ যাঁরা নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই উমাকে বিদায়বেলায় বরণ করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Continues below advertisement
Sponsored Links by Taboola