কলকাতা: I-PAC-অফিসে ইডির হানার মাঝেই  গতকাল নিজের উপস্থিতি নিয়ে আজ স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে, তিনি কিছু  কোনও অন্যায় করেননি। স্পষ্ট বলেছেন আইপ্যাকের গুরুত্ব নিয়ে। এদিন মদন মিত্রও স্পষ্ট করে দিয়েছেন, এখন আইপ্যাক সম্পূর্ণ রূপে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালায়। ঠিক এমনই এক পরিস্থিতি তোপ দাগলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর চৌধুরী।এদিন কংগ্রেস অধীর চৌধুরী বলেন, 'আইপ্যাক যা চিনি জানি, আমরা বলে দিয়েছি আগে। আর ED ইডিয়ট, তাও আমরা জানি। ইডি শুরু করে, শেষ করে না । কিন্তু পশ্চিমবঙ্গে আইপ্যাক এবং তার নেতৃত্বে, নির্বাচনে কী কী হয় ? তা আমরা সবাই জানি। আইপ্যাক তৃণমূল নিযুক্ত , আরেকটা তোলাবাজ কোম্পানির নাম। '

Continues below advertisement

আরও পড়ুন, 'কয়লার টাকা, কে খায়?..' কয়লাকাণ্ডে কাদের নাম প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী ?

গতকাল আইপ্যাকের অফিসে ইডির হানা প্রসঙ্গে অধীর বলেছিলেন, হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাকের জন্য এত তৎপর হলেন কেন ? এই আইপ্যাকের পরামর্শে তাঁদের বুদ্ধিতে, সমস্ত কিছু আদেশে নির্দেশে, তৃণমূল প্রার্টিটা চলে। এই আইপ্য়াক , গ্রামে কে পঞ্চায়েত প্রধান হবে, কে পঞ্চায়েতের টিকিট পাবে, কে অঞ্চল সভাপতি হবে ? সব কিছু তাঁরা ঠিক করে। তর জন্য অকশন হয়, এমন এমনি নয়। সেই টাকা চলে যায় খোকাবাবুর কাছে।এবং তাঁরা তো নিজেরা মারেই সেই টাকা। তো সেই রকম একটা কুখ্যাত বিখ্যাত আইপ্যাকের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি নষ্ট হতে পারে।তার জন্য তার বড় যন্ত্রণা হচ্ছে। তার জন্য দৌঁড়ে গিয়েছেন। অথচ ইডি বা সিবিআই এর আগে আরও অনেক জায়গায় রেড করেছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাব্যাথা হয়নি।'

Continues below advertisement

অপরদিকে, এদিন  এবিপি আনন্দ-কে মদন মিত্র জানিয়েছেন, 'চিত্রটা পুরো পাল্টে গিয়েছে, আইপ্যাকের যে প্রশান্ত কিশোরের ব্যাপার নিয়ে, ওরা বলত, বা আমাদেরও অনেক সময় অনেকে অনেক কথা বলেছে, সেই প্রশান্তকিশোর তো এখন বিজেপির সবথেকে বিশ্বস্থ হ্যান্ড। ...এখন আমাদের যে ছেলেটি প্রতীক, এরা তো এখন ফ্রেশ ছেলে, নতুন ছেলে, এদের সঙ্গে আমার পার্টি চুক্তি করেছে। এরা আমাদের পার্টির রিসার্সের যে সমস্ত কাজ আছে, যেকোনও ধরণের টেকনিক্যাল পার্টটা ওরা দেখবে। তো তার সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও....এখন যে আইপ্যাক, এই আইপ্যাকটা সম্পূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান। আর প্রশান্ত কিশোর এখন বিহারে কীভাবে ভোট কীকরে ভাগ করবে, সেই খেলায় মত্ত, বিজেপির থেকে টাকা নিয়ে। ..এখন তো আইপ্যাকটা আমাদের নিজেদের প্যাক হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্যাক।'