কলকাতা: আজ কোজাগরী পূর্ণিমায় কালীঘাট মন্দিরে মা লক্ষ্মীর আরাধনা। বিকেলে হবে বিশেষ পুজো। কোজাগরী পূর্ণিমায় কালীঘাট মন্দিরে মা লক্ষ্মীর আরাধনা। বিকেলে হবে বিশেষ পুজো।
কাল ও আজ, এ বছর দু’দিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা। রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ ওঠার পর পুজো শুরু হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগে রে? বা কে জেগে আছে? রাতে দেবীর আরাধনা করাই লক্ষ্মী আরাধনার চিরাচরিত রীতি।
কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন তিনি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফলমূলের পাশাপাশি চিঁড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ একে চিপিটক বলে৷ রীতি অনুযায়ী পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়।
আজ বিভিন্ন সেলেব্রিটির বাড়িতেই চলছে লক্ষ্মী আরাধনা। ৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী। তবে আজকের দিনে রাজনৈতিক ব্যস্ততা দূরে সরিয়ে চলছে মা লক্ষ্মীর আরাধনা। ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজোয় ব্যস্ত শোভনদেব চট্টোপাধ্যায়।
সকাল থেকে বেহালার বাড়িতে লক্ষ্মীপুজোয় ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজে হাতে পুজোর উপকরণ সাজানো থেকে শুরু করে ভোগ রান্না, সবেতেই রয়েছেন তিনি।
গড়িয়াহাটের বাড়িতে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত অভিনেত্রী অরুণিমা ঘোষ। সন্ধেবেলায় পুজো। সকাল থেকে চলছে প্রস্তুতি। পুজোর আয়োজন থেকে নাড়ু-সিন্নির জোগাড়, সমস্ত কিছুতেই হাত লাগালেন তিনি।
ব্যস্ত সিডিউলের মাঝেই সময় বের করে লক্ষ্মী পুজো করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। জানালেন মায়ের ভোগে ইলিশ মাছ দেওয়াই রেওয়াজ।
আরও পড়ুন: Coochbehar: জমি বিবাদের জেরে বাড়ির সামনে গুলিবিদ্ধ যুবক, মাথাভাঙার ঘটনায় অনুমান পুলিশের
আরও পড়ুন: ফের নতুন রেকর্ড, লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম