কলকাতা: কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আলিপুর আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। তাতে নাম আছে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ ৮ জনের। চার্জশিটে বলা হয়েছে কোভিশিল্ডের বদলে দেওয়া হয় অ্যামিকাসিন। চার্জশিটে খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ ১৪টি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


কসবা ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট। চার্জশিটে রয়েছে দেবাঞ্জন দেব-সহ ৮জনের নাম। খোদ সাংসদ নিয়েছিলেন ভ্যাকসিন। কসবার বিতর্কিত ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন আরও অনেকে। তোলপাড় ফেলে দেওয়া ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট দিল কলকাতা পুলিশ। 


তদন্ত শুরুর ৬৬ দিনের মাথায়, ১ হাজার পাতার চার্জশিট পেশ করা হল আলিপুর আদালতে। চার্জশিটে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব, রবিন শিকদার, সুশান্ত দাস, সরোজ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোক রায়, কাঞ্চন দেব এবং শান্তনু মান্নার নাম রয়েছে।


চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবাঞ্জন-সহ আটজনই ভ্যাকসিন ক্যাম্পের সঙ্গে জড়িত ছিল। চার্জশিটে আরও বলা হয়েছে, কসবার ক্যাম্পে কোভিশিল্ড দেওয়ার নাম করে দেওয়া হয় অ্যামিকাসিন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩০৭, ৪২০, ৫১বি, ১৮৮ সহ-১৪টি ধারায় মামলা রুজু হয়েছে। 


সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল জানিয়েছেন, 'চার্জশিটে বলা হয়েছে অ্যামিকাসিন দিয়েছে কোভিশিল্ডের জায়গায়, চার্জশিট দিয়েছেন কত সিজার হয়েছে তা জানিয়েছেন, পরিষ্কার লেখা আছে অভিযুক্তরা এই মামলার সঙ্গে জড়িত।' অন্যদিকে, কলকাতা পুলিশের চার্জশিটের প্রেক্ষিতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ধৃতরা।


দেবাঞ্জন দেবের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের দাবি, 'কাউকে আড়াল করার জন্য এত দ্রুত চার্জশিট দেওয়া হল, আমরা চার্জশিট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।' ইতিমধ্যেই কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের ঘটনায় ১৩০ জনের সাক্ষ্য নেওয়া হয়। কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছে ৪৫টি জিনিস।


আরও পড়ুন: Hooghly: উত্তরপাড়ায় ভ্যাকসিন নিতে এসে বিশৃঙ্খলা, তৃণমূলের দিকে অভিযোগের তির বিজেপির


আরও পড়ুন: পরপর দুর্ঘটনার কবলে পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি, সিভিক ভলেন্টিয়ার-সহ গ্রেফতার ২