ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : প্যারামেডিক্যাল পড়ুয়াদের জন্য তৈরি করতে হবে পৃথক কলেজ-হোস্টেল। বেতন কাঠামো সংশোধন করতে হবে মেডিক্যাল টেকনোলজিস্টদের। এরকমই ৯ দফা দাবিতে এসএসকেএম হাসপাতাল চত্বরে ১১ দিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। একই ইস্যুতে মঙ্গলবার মিছিল করলেন প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের দাবিপূরণে উদাসীন প্রশাসন। দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানানো হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।


প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের দাবি, আমরা স্বাস্থ্য ভবনে বহুবার জানিয়েছি, যাবতীয় সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষের ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আন্দোলন। আন্দোলনকারীদের দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানানো হবে বলে আশ্বাস দেয় পুলিশ। তবে পুলিশের এই আশ্বাস পেয়েও নিজেদের অবস্থানে অনড় প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা। মিছিল শেষের পর ফের অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি লিখিত আশ্বাস না পাওয়া, পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।



রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা এই বিক্ষোভে সামিল বলেই দাবি বিক্ষোভকারীদের। গত কয়েকবছর ধরে তারা তাদের একাধিক দাবি পেশ করলেও কোনও সুরাহা মেলেনি বলেই অভিযোগ তাদের। এর আগে দেখা গিয়েছে প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ-অবস্থান ঘিরে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছিল। মিছিলে অংশ নেওয়া এক আন্দোলনকারী বলেছেন, 'কোভিডের সময় স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে সমস্ত কাজে আগ্রণী ভূমিকা নিয়েছিল প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা।' কোভিডের সময় স্যাম্পেল কালেকশন হোক বা এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি বা রক্তের স্যাম্পেল কালেকশন সবটাই করে থাকেন প্যারামেডিক্যাল পড়ুয়া ও মেডিক্যাল টেকনোলজিস্টরা।


 


আরও পড়ুন-


রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এখনও অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা


ফি মকুবের দাবিতে বিক্ষোভ, রাসবিহারী মোড়ে অবরোধ দেশবন্ধু কলেজের ছাত্রীদের


অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ