সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে কাল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। সেই সঙ্গে, উপকূলবর্তী এলাকায় দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় গুলাব রাজ্যে সেরকম প্রভাব ফেলতে না পারলেও, এবার নিম্নচাপের ভ্রুকুটি! মায়ানমার উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় তা, বাংলার উপকূলের দিকে চলে আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তার জেরে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। বুধবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত, সরে আসছে বাংলার দিকে। ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণাবর্তটি সরে আসবে বাংলা উপকূলের দিকে। ঘূর্ণাবর্তের জেরে কাল দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের জেরে কাল কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা। ২৯ সেপ্টেম্বরও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সমুদ্রের ধারে ৪০-৫০ কিমি/ঘণ্টা দমকা হাওয়ার সতর্কতা
আরও পড়ুন: Jalpaiguri: বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে প্রশিক্ষণ শুরু না হলে মউ ছেড়ে বেরিয়ে আসবে রাজ্য, সাই-কে হুঁশিয়ারি ক্রীড়ামন্ত্রীর
আরও পড়ুন: Howrah: রাস্তায় আচমকা বিজেপির কিষাণ মোর্চার নেতাকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরও পড়ুন: মঙ্গল-বুধ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস