কলকাতা: আগামী ১৫ নভেম্বর তিন দিনের সফরে কলকাতায় আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। এই সফর চলাকালে রাজ্যে সঙ্ঘের ছয়টি কার্য বিভাগের  কার্যকর্তার কাজকর্মের পর্যালোচনা করবেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য ও বিজেপি ধরাশায়ী হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন সঙ্ঘ প্রধান।  


জানা গেছে, কলকাতা সফরে এসে আরএসএস প্রধান থাকবেন কেশব ভবন। উত্তর কলকাতার মানিকতলার অভেদানন্দ রোডে এই কেশব ভবন হল আরএসএসের আঞ্চলিক সদর দফতর। তিনি প্রচারকদের সঙ্গেও বৈঠক করবেন। 


Tripura BJP MLA Joining TMC: কালীঘাট মন্দিরে মাথা মুড়িয়ে ‘প্রায়শ্চিত্ত’, কাল তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক


তাঁর সফরে মোহন ভাগবত সংস্থান প্রমুখ (আরএসএস স্বীকৃত বিভিন্ন সংগঠনগুলির প্রধান)-দের সঙ্গে দেখা করবেন বলেও খবর। সেইসঙ্গে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামাঞ্চলে সঙ্ঘের বিভিন্ন কাজে নিযুক্ত তরুণ কর্মী, সামাজিক কর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দিতে পারেন সঙ্ঘ প্রধান। 


 গত ২০১৯-এর অগাস্টের পর মোহন ভাগবত এই নিয়ে রাজ্যে ষষ্ঠবার আসছেন। জানা গেছে, ব্লক স্তরে সঙ্ঘের সংগঠন মজবুত করার দিকে গুরুত্ব দেবেন আরএসএস প্রধান। 


উল্লেখ্য, বিধানসভায় হারের পর বিজেপিতে যোগদানকারী অনেক নেতাই ফের তৃণমূলে পা বাড়িয়েছেন। সেইসঙ্গে বাবুল সুপ্রিয়র মতো দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও তৃণমূলে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির অন্দরেও দোষারোপের খবর সামনে এসেছে। এরইমধ্যে রাজ্য বিজেপির সভাপতি পদে বদল ঘটেছে। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। 


Bhawanipur By-Election Result 2021 : ভবানীপুর উপনির্বাচনের ফলাফল নিয়ে কী বললেন শুভেন্দু ?


আরএসএস প্রধানের চারদিনের জম্মু সফর গত ৩ অক্টোবর শেষ হয়েছে। ৩৭০ ও ৩৫ এ ধারা বিলোপের পর এটাই ছিল তাঁর কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম সফর।