কলকাতা:  এবার ত্রিপুরা বিজেপিতেও ভাঙন ধরাতে চলেছে তৃণমূল? ওই রাজ্য সংগঠন বাড়াতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে উঠেছে। এরইমধ্যে   কাল তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। তার আগে, আজ কালীঘাট মন্দিরে গিয়ে যজ্ঞ করলেন। ন্যাড়াও হলেন। দাবি করলেন, বিজেপি ছাড়ার। 


ত্রিপুরায় সন্ত্রাসের প্রতিবাদে মাথা মুড়িয়ে ‘প্রায়শ্চিত্ত’ করলেন, এমনই দাবি  বিজেপি বিধায়ক আশিস দাসের । আদিগঙ্গার জলে স্নান করেও ‘প্রায়শ্চিত্ত’ করলেন আশিস দাস। মস্তক মুণ্ডনের আগে কালীঘাট মন্দিরে পুজোও দেন আশিস দাস।


Mamata Banerjee Oath Ceremony: বৃহস্পতিবার বিধায়ক পদে মমতার শপথ বিধানসভাতেই, ট্যুইট করে জানালেন রাজ্যপাল


আর এই পুরো সময়টা বিজেপি-ত্যাগী বিধায়কের সঙ্গে রইলেন তৃণমূলের নেতারা।


সূত্রের খবর, বুধবার তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার সুরমার এই বিজেপি বিধায়ক। যিনি আবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। মঙ্গলবার সকালে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে কালীঘাট মন্দিরে আসেন  সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস। প্রথমে, সেখানে তিনি যজ্ঞ করেন। এরপর, ন্যাড়া হন!


 কেন যজ্ঞ করছেন? এই প্রশ্নের উত্তরে তাঁর দাবি, ত্রিপুরার মানুষ অশান্তিতে আছেন, সেই অশান্তি থেকে মুক্তিলাভের জন্য যজ্ঞ করেছেন।


এরপর ন্যাড়া হন। এর  কারণ হিসেবে বলেন, বিজেপিকে এনেছিলেন ত্রিপুরার মানুষের জন্য। কিন্তু বিজেপি সরকার কিছু করেনি, তাই প্রায়শ্চিত্ত করলেন। ২৩’-এ বিজেপি না সরানো পর্যন্ত চুল রাখবেন না।


পরে, আদিগঙ্গার জলে স্নান করে, বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন ত্রিপুরার বিজেপি বিধায়ক। আশিস দাস বললেন,  আজ থেকে আমি বিজেপি ত্যাগ করলাম...মানুষের কোনও উন্নতি হয়নি। ওখানে মানুষ ভাল নেই। মানুষের উন্নতির জন্য যজ্ঞ করলাম...প্রায়শ্চিত্ত করলাম। আমি কি করব, তা পরে ঠিক করব।


এভাবে দিন বিজেপিকে তীব্র নিশানা করলেন তিনি।