Bank Fraud Case: তথ্য দিতে হয়নি, অচেনা নম্বরের ফোন রিসিভ করতেই ব্যাঙ্ক থেকে গায়েব ৮৪ লক্ষ টাকা

জালিয়াতদের ফোন একবার রিসিভ করেছিলেন ব্যবসায়ী। তিনি কোনও তথ্য না দিলেও সেই সুযোগে তাঁর সিম ক্লোন করে ফেলে জালিয়াতরা।

Continues below advertisement

প্রকাশ সিনহা, কলকাতা: ফের অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল খাস কলকাতাতেই। জানা গিয়েছে, সল্টলেকের এক বাসিন্দা ব্যবসায়ীকে ই সিম ব্যবহারের প্রস্তাব দেন প্রতারকরা। তিনি একবার ফোন রিসিভ করার পরই নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাঁর মোবাইল ফোন। অভিযোগ, ঠিক এরপরই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৮৪ লক্ষ টাকা। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। 

Continues below advertisement

প্রতারকদের ছকে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। ই-সিম তৈরি করে নিষ্ক্রিয় করা হয় আসল সিম। এরপর গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন ই সিম-এর মাধ্যমে। ব্যাঙ্ক থেকে উধাও প্রায় ৮৪ লক্ষ টাকা! অভাবেই অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠল এই শহরেই। 

সল্টলেকের ব্যবসায়ী শিবম অরোরা। তাঁর দাবি, গত ৩১ জুলাই থেকে ২ অগাস্টের মধ্যে তাঁর মোবাইল ফোনে প্রায় ৫০০টি মেসেজ আসে।  প্রতিটি মেসেজেই তাঁকে ই সিমকার্ড ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। একই অনুরোধ করে ফোনও আসতে থাকে ক্রমাগত।  

এরপর আচমকাই উধাও হয়ে যায় ব্যবসায়ীর মোবাইল ফোনের টাওয়ার। মঙ্গলবার ওই ব্যবসায়ী ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে প্রায় ৮৪ লক্ষ টাকা। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় অভিযোগ।  

কীভাবে হল প্রতারণা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, জালিয়াতদের ফোন একবার রিসিভ করেছিলেন ব্যবসায়ী। তিনি কোনও তথ্য না দিলেও ফোন রিসিভ হতেই তাঁর সিম ক্লোন করে ফেলে জালিয়াতরা। তারপর ব্যবসায়ীর ফোনে যাতে ব্যাঙ্ক থেকে মেসেজ না আসে তার জন্য নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাঁর ফোন। যেহেতু ব্যবসায়ীর মোবাইল ফোনের সঙ্গে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত ছিল তাই অ্যাকাউন্ট নম্বরও পেয়ে যায় জালিয়াতরা। এর পরই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা। এই ব্যাঙ্ক প্রতারণার এই অভিযোগের তদন্তভার নিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola