কলকাতা: ভবানীপুরকাণ্ড নিয়ে দিল্লিতে কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল। ধুন্ধুমার নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের, গ্রেফতার ৮। ভোটে নিরাপত্তা নিয়ে ৯ থানার ওসিদের সঙ্গে বৈঠক করবেন সিপি, এমনটাই জানা গিয়েছে। 


ভবানীপুরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল পুলিশ। ৮ জনকে গ্রেফতারও করা হল। আবার তাঁরা জামিনও পেয়ে গেলেন। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি! ধাক্কা! পাল্টা পিস্তল উঁচিয়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের হুঁশিয়ারি!!


উপনির্বাচনের আগে, প্রচারের শেষ দিনে, সোমবার এভাবেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভবানীপুর। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। সূত্রের খবর, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতারও করা হয়। তারপর তাঁরা জামিনও পেয়ে যান। 


এদিকে  ভবানীপুরে প্রচারে অশান্তি নিয়ে এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ জানায় বিজেপি। সোমবার প্রচারের সময় গণ্ডগোলের ফুটেজও কমিশনে জমা দেয় তারা। এদিকে, সূত্রের খবর, কোভিডবিধি ভেঙে, প্রচুর লোক নিয়ে জমায়েত করা, অশান্তি পাকানো এবং পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে, নির্বাচন কমিশনে পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, 'দিলীপ ঘোষ যা করেছে ঠিক করেনি। চার-পাঁচজন নিয়ে যাওয়ার কথা, সেখানে এতজন লোক নিয়ে গেছেন। পুলিশ তো ব্যবস্থা নেবেই। বিজেপি নির্বাচন কমিশনে গেছে, যাক।'


বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে এদিন, নিরাপত্তা নিয়ে এই বিধানসভা কেন্দ্রের ৯টি থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার। অন্যদিকে পুলিশ ট্রেনিং স্কুলে, পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকদেরও একটি বৈঠক হয়। ভবানীপুরের উপনির্বাচনে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার থেকে এই কেন্দ্রে ৩৮টি পিকেট বসানো হবে।  


আরও পড়ুন: বৃষ্টি শুরু দিঘা-বকখালিতে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, সতর্ক প্রশাসন, মোতায়েন এনডিআরএফ