ব্রতদীপ ভট্টাচার্য,সোনারপুর: ফের অনলাইনে প্রতারণার ফাঁদ! NPCI-এর নামে টুইটার অ্যাকাউন্ট তৈরি করে টাকা হাতানোর অভিযোগ। টাকা খুইয়ে থানার দ্বারস্থ হয়েছেন সোনারপুরের শিক্ষক। 


অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া টাকা ফেরত পেতে করেছিলেন ট্যুইট। অভিযোগ, সেই ট্যুইটের সূত্র ধরেই আর্থিক প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। প্রায় ৩০ হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সোনারপুরের বাসিন্দা কম্পিউটার শিক্ষক দিব্যেন্দু দালাল।


শিক্ষকের দাবি, অনলাইনে বিদ্যুতের বিল দেওয়ার সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও, বিল পেমেন্ট হয়নি। ব্যাঙ্কে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায়, সমাধানের আশায় তিনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলে অভিযোগ জানান। সংস্থার লোগো দেওয়া ট্যুইটার অ্যাকাউন্ট থেকে উত্তর আসে। সাহায্যের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়। সেখানে ফোন করতেই কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হয়।


অভিযোগকারী শিক্ষক দিব্যেন্দু দালাল জানিয়েছেন, কীভাবে জালিয়াতি। ওদের অ্যাকাউন্ট ভুয়ো বুঝতেই পারিনি। ওরা এমনভাবে কথা বলে।আমি আইটি সম্পর্কে জানা সত্ত্বেও ওরা এমনভাবে কথা বলেছে আমি ধরতেই পারিনি, রিফান্ড ব্যালেন্স ইন ইওর অ্যাকাউন্ট তৈরি করে আমার ফোন নম্বর দেয়। টাকা চলে গেলে বলে রিফান্ড পাবেন। ছবারের পর আর করিনি।


৯ অক্টোবর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক। এ ধরনের প্রতারণা ঠেকাতে পুলিশ-প্রশাসনের তত্পরতার পাশাপাশি সোশ্যাল সাইটগুলোরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।


সাইবার বিশেষজ্ঞ ও আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সরকারি সংস্থার নামে দেখা যায়নি। সাইবার জালিয়াতরা  দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নজরদারি বাড়ানো উচিত। যখনই মানুষ সরকারি সংস্থাকে অভিযোগ জানাচ্ছে, এরা কীভাবে টের পাচ্ছে সেটা দেখতে হবে।


আরও পড়ুন: WB Corona Cases: উদ্বেগ বৃদ্ধি করে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৪২, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু


আরও পড়ুন: Hooghly: লক্ষ্মীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে, প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল