কলকাতা: কলকাতায় পৌরসভা নির্বাচনে (Kolkata Municpal Polls) ধরাশায়ী হয়েছে দল। বকেয়া চার কেন্দ্রে কি মুখরক্ষা হবে? প্রশ্নের উত্তর দিতে গিয়ে, বিধাননগরে (Bidhannagar MC Election Result 2022) জয়ের সম্ভাবনা বাদই রাখলেন বিজেপি-র (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, সেখানে ব্যাপক ভোটলুঠ হয়েছে। তাই আশাপ্রদ ফল হবে না বলেই মনে করছেন তিনি।
সোমবার সকালে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি—এই চার পৌরসভা কেন্দ্রের ভোটগণনা শুরু হয়েছে। বেলা ৯টা পর্যন্ত বিধাননগরে ৪০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বামেরা। সেখানে তৃণমূলের তরফে ৩১ নম্বর ওয়ার্ডে সব্যসাচী দত্ত এবং ২৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী।
তার মধ্যেই এবিপি আনন্দে মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, “বিধাননগরে ভোট লুঠপাট হয়েছে। সেখানে আমরা যা ভেবেছিলাম, তেমন হয়ত হবে না ফলাফল। তবে বাকি জায়গায় আগের থেকে ভাল ফল করব আমরা।”
ভোটের দিন লুঠপাট, ছাপ্পাভোটের অভিযোগে আগেও সরব হয়েছিলেন বিরোধী শিবিরের নেতারা। এ দিন দিলীপও ফের তেমন অভিযোগ করেন। ভোট মিটে যাওয়ার পরেও বিজেপি নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ।
এ দিন দিলীপ বলেন, “তৃণমূল (TMC) ভেবেছে, ভয় দেখিয়ে জিতে নেবে সব। সব লুটে নেবে। খড়গপুরে বিজেপি নেতা-কর্মীদের চমকাচ্ছে পুলিশ। থানায় ডাকছে যখন তখন, ভয় দেখাচ্ছে, পাড়া ছাড়া করছে।”তবে হার নিশ্চিত বুঝেই দিলীপ অজুহাত দিচ্ছেন বলে দাবি তৃণমূলের।
যদিও বিশেষজ্ঞ মহলের মতে, এক সময় বিধাননগরে বিজেপি-র ভিত মজবুত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেখানে সংগঠন দুর্বল হয়ে পড়েছে। পুরভোটের আগে সেখানে এ বার ইস্তাহার পর্যন্ত প্রকাশ করতে পারেননি বিজেপি নেতৃত্ব। এ দিন সকাল ৯টা পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, শাসকদল তৃণমূলের পর দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।