কলকাতা: মাঝ ফাল্গুনেই বেলা গড়ালে টের পাওয়া যাচ্ছে ভ্যাপসা গরম। বসন্তের দখিনা বাতাসে বেলা বাড়লেই ক্রমশ উষ্ণ হচ্ছে।
ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়লেই চোখ রাঙাচ্ছে সূর্য।
আগামী ২ দিন তাপমাত্রা আরও চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যুক্ত বাতাস ঢোকায় গরমে অস্বস্তি বাড়ছে বলে মনে করছেন আবহবিদেরা।
ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা গড়ালেই চাঁদিফাটা গরমে বাড়বে অস্বস্তি।
এদিকে, সকাল থেকে ঘন কুয়াশার প্রভাব পড়েছে বিমান চলাচলে। সকালে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ২৫ মিটারের নীচে নেমে যাওয়ায় দেরিতে ওঠা-নামা করছে বিমান।